নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সর্বসেরা ফুটবলারের নাম আসলে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) নাম উঠে আসতে বাধ্য। বিশ্বজয়ী ফরাসি ফরোয়ার্ডকে দলে পেতে বিশ্বের যে কোনও ক্লাবই মরিয়া হয়ে ঝাঁপাবে। সেই ২০১৭ সাল থেকে, সাত বছর ধরে রিয়াল মাদ্রিদও (Real Madrid) এমবাপেকে দলে নিতে চেষ্টা চালিয়েই যাচ্ছে। অবশ্য সেই চেষ্টার ফল পেতে চলেছে লস ব্লাঙ্কোস। মার্সার রিপোর্ট অনুযায়ী রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপের চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে।
বছর দুই আগে কিলিয়ান এমবাপের রিয়ালে যোগদান নিয়ে জোর জল্পনা শোনা গিয়েছিল। তবে শেষমেশ প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করে সে যাত্রায় প্যারিসের ক্লাবেই থেকে গিয়েছিলেন এমবাপেকে। তবে আর নয়। এই মরশুম শেষেই পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হচ্ছে। চুক্তির আর ছয় মাসও অবশিষ্ট নেই, তাই এমবাপে অন্য কোনও দলের সঙ্গে নিজের চুক্তি নিয়ে কথা বলতেই পারেন। খবর অনুযায়ী, এমবাপের রিয়ালে যাওয়া পাকা এবং তিনি সপ্তাহ দু'য়েক আগে রিয়ালের সঙ্গে অগ্রিম চুক্তিও স্বাক্ষর করে ফেলেছেন। আসন্ন জুলাই মাস থেকেই সেই চুক্তি কার্যকর হবে।
খবর অনুযায়ী, গত মঙ্গলবারই এমবাপে নিজের পিএসজি সতীর্থদের ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। তিনি ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছেন যে তিনি আর পিএসজিতে থাকতে আগ্রহী নন এবং তাঁকে যেন ক্লাবের তরফে নতুন কোনও প্রস্তাব না দেওয়া হয়। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন বলেই দাবি করা হয়েছে।
মার্সার রিপোর্ট অনুযায়ী, আট মাস আগেই এমবাপে পিএসজিকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি তাঁর চুক্তিতে ঐচ্ছিক তৃতীয় বছরের বিকল্পে আগ্রহী নন এবং তিনি দল ছাড়তে চান। রিয়াল কর্তৃপক্ষের তরফেও খুবই দেখেশুনে এমবাপের সঙ্গে চুক্তি সারার বিষয়ে কাজকর্ম করা হয় যাতে পিএসজির তরফে উয়েফা বা ফিফাকে কোনওরকম অভিযোগ জানানোর কোনও সুযোগ না থাকে।
গত বছরের মে মাসেই এমবাপের সঙ্গে এক মৌখিক চুক্তি সেরে রাখা হয়েছিল। এ বছরের জানুয়ারিতে এমবাপের নিজের পিএসজি চুক্তির শেষ ছয় মাসে ঢোকার পরই রিয়ালের তরফে এমবাপের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয় যে গত মে মাসে যে চুক্তি হয়েছিল, সেই বিষয়ে এমবাপে এখনও আগ্রহী কি না। এমবাপের তরফে ইতিবাচক ইঙ্গিত পাওয়ারই তাঁর সঙ্গে কথোপকথন এগানো হয়।
রিয়াল এমবাপেকে দলে নিতে আগ্রহী হলেও, বছর দেড়েক আগের মতো বাধ্য বাধকতা এক্ষেত্রে ছিল না। তাই তারা গোটা বিষয়টা দেখেশুনেই এগোন। যা খবর তাতে অনেক টালবাহানার পর অবশেষে এমবাপে রিয়ালেই আসছেন এবং আসছেন দলের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার হিসাবেই। তবে তাঁর বেতন রিয়ালের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত বর্তমান তারকা লুকা মদ্রিচ, টনি ক্রুস, ডেভিড আলাবাদের থেকে খুব বেশি হবে না বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে। এবার অপেক্ষা ক্লাবের তরফে সরকারি ঘোষণার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বায়ার্নের হারের হ্যাটট্রিক, হয়ল্যান্ডের জোড়া গোলে নাগাড়ে পঞ্চম জয় ম্যান ইউনাইটেডের