কলকাতা: আইএসএলে (ISL) ফের রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন। ওড়িশা এফসি-র সঙ্গে ঘরের মাঠে ড্র করল ইস্টবেঙ্গল (East Bengal)। পদ্মশ্রী ফেরালেন বজরঙ্গ পুনিয়া। সাক্ষী মালিকের বাড়ি প্রিয়ঙ্কা গাঁধী। খেলার দুনিয়ার সারাদিন।
লাল-হলুদের ড্র
মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি-র ম্যাচে (ISL) খলনায়ক হয়েছিলেন রেফারি রাহুল গুপ্ত। একের পর এক লাল এবং হলুদ কার্ড দেখিয়েছিলেন। সব মিলিয়ে ৭টি লাল ও সমসংখ্যক হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড করেছিলেন রেফারি।
এবার ইস্টবেঙ্গলের (East Bengal) ম্যাচেও রেফারিংয়ের মান নিয়ে উঠল প্রশ্ন। ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। এই ম্যাচের শেষের দিকে অন্তত দু’বার পেনাল্টি পেতে পারত ইস্টবেঙ্গল। ম্যাচের একেবারে শেষের দিকে ওড়িশার এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়েছিলেন। সেই বল লাগে তাঁরই সতীর্থ মুর্তাদা ফলের হাতে। রেফারি পেনাল্টি দেননি। উল্টে প্রতিবাদ করায় ইস্টবেঙ্গলের দুই ফুটবলারকে হলুদ কার্ড দেখান। ইনজুরি টাইমের খেলা চলাকালীন ওড়িশার বক্সে জেরি ফেলে দেন ইস্টবেঙ্গলের এক ফুটবলারকে। তাতেও পেনাল্টি দেওয়া হয়নি। যা নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দুই প্রধানেরই সমর্থকদের মধ্যে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল - দুই চিরপ্রতিদ্বন্দ্বী বড় ক্লাবের সমর্থকেরা এই একটা বিষয়ে অন্তত একমত যে, কলকাতার ক্লাবগুলিকে বারবার পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের শিকার হতে হচ্ছে।
ফুটপাথে পদ্মশ্রী
কুস্তি সংস্থার নির্বাচনে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরন সিংহ ঘনিষ্ঠ সঞ্জয় সিংহের জয়ের পরই ক্ষোভে অবসর গ্রহণ করেছিলেন সাক্ষী মালিক (Sakshi Malik)। যিনি রিও অলিম্পিক্সে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার পদ্মশ্রী পুরস্কার ফেরালেন আরেক কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনের ফুটপাতে নিজের পদ্মশ্রী রেখে এলেন পালোয়ান বজরঙ্গ।
দেশে ফিরলেন কোহলি
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্ট। আর গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে আচমকা দেশে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। কারণ সঠিকভাবে জানা না গেলেও বোর্ড সূত্রে খবর, পারিবারিক কারণে আচমকা দেশে ফিরতে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। বোর্ডের থেকে অনুমতি নিয়েই তিনি দেশে ফিরেছেন। যার জন্য তিন দিনের ইন্টার স্কোয়াড যে প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি। তবে বোর্ডের সূত্রে জানানো হয়েছে প্রথম টেস্টের আগেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা বিরাটের।
এদিকে আঙ্গুলের চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। ওয়ানডে সিরিজের দলেও ছিলেন এই ডান হাতে ওপেনার। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে গিয়ে আঙুলে চোট পান রুতুরাজ। বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "আঙ্গুলের চোট এখনো পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি রুতুরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন তিনি। বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন রুতুরাজ। দু'মাসের টেস্ট সিরিজের আগে ঋতুরাজের ফিট হয়ে ওঠা কোনভাবেই সম্ভব নয়।"
সাক্ষীর বাড়ি প্রিয়ঙ্কা
সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়েছিলেন সাক্ষী মালিক (Sakshi Malik)। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী পালোয়ান জানিয়ে দিয়েছিলেন, এই শেষ। আর তিনি দঙ্গল লড়বেন না। কুস্তি থেকে অবসর ঘোষণা করেন হতাশায়, ক্ষোভে। যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, এরকম কর্তার ঘনিষ্ঠ কি না জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন! কুস্তি থেকে অবসর ঘোষণা করেন সাক্ষী। ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে যিনি শুরু থেকে সামনের সারিতে ছিলেন।
তার পরের দিনই সাক্ষীর সঙ্গে দেখা করতে গেলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী (Priyanka Gandhi)। সাক্ষীর বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান রাজীব-কন্যা। তারপর প্রিয়ঙ্কা বলেন, 'এই মহিলাদের সঙ্গে যা ঘটেছে, তা বিরক্তির চরম পর্যায় ছাড়িয়ে গিয়েছে।'
ধোনির সতীর্থের বিয়ে
মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে (CSK) খেলে তিনি পরিচিতি পেয়েছেন। সিএসকে বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছিলেন। এবার সাত পাকে বাঁধা পড়লেন।
তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। দীর্ঘদিনের প্রেমিকা নভা গাদামওয়ারকে বিয়ে করলেন মিডিয়াম পেসার। থানের কল্যাণে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে গোটা অনুষ্ঠান ছিল পারিবারিক। পরিবারের সদস্যরাই ছিলেন শুধু। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ের খবর জানান তুষার। নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই শুভেচ্ছা জানান তাঁদের।
তুষার ও নভার সম্পর্ক দীর্ঘদিনের। কলেজে পড়ার সময় থেকে তাঁদের প্রেম। দীর্ঘদিনের প্রেম অবশেষে পেল পরিণতি।
১৫৭ রানে এগিয়ে ভারত
অভিষেক টেস্টেই হাফসেঞ্চুরি রিচা ঘোষের। দিনের শেষে সাবলীল ৭০ করে অপরাজিত দীপ্তি শর্মা (Deepti Sharma)। বাংলার দুই ক্রিকেটারের দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে বড় রানের লিড নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (IND W vs AUS W)। দ্বিতীয় দিনের শেষে ১৫৭ রানে এগিয়ে ভারত। ৭০ রান করে ক্রিজে দীপ্তি। সঙ্গে রয়েছেন পূজা বস্ত্রকার। ৩৩ রানে অপরাজিত তিনি। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩৭৬/৭।