কলকাতা: বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে (Ind vs Aus) ৫ উইকেটে হারাল ভারত। শুক্রবার মোহালিতে দুই দলের প্রথম ওয়ান ডে ম্যাচে দাপট মহম্মদ শামির। চোট পেয়ে বিশ্বকাপ (ODI World Cup) থেকে ছিটকে গেলেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। খেলার দুনিয়ার সারাদিন। 


জয়ী ভারত


বলা হচ্ছে, ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওয়ান ডে সিরিজ় বিশ্বকাপের চূড়ান্ত ড্রেস রিহার্সাল। যেখানে দুই দলই নিজেদের শক্তি-দুর্বলতা জরিপ করে নিতে পারবে। আর সেই মহড়ার প্রথম অধ্যায়ে ফুল মার্কস পেয়ে পাশ করল ভারত। মোহালিতে প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হেলায় ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারত।


লক্ষ্য ২৭৭ রানের। রান তাড়া করতে নেমে শুরুতেই ভারতের কাজ সহজ করে দেন দুই ওপেনার শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড়। ৭৭ বলে ৭১ রান করে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হন রুতুরাজ। গিল ছিলেন আরও আগ্রাসী মেজাজে। ৬৩ বলে ৭৪ রান করেন তিনি। গিলও জাম্পার শিকার। ওপেনিং জুটিতে দুজনে ২১.৪ ওভারে ১৪২ রান যোগ করেন। তবে মাঝে ৯ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বসে ভারত। কিছুটা চাপও তৈরি হয়। শ্রেয়স আইয়ার চোট সারিয়ে এই ম্যাচে খেলেছেন। ফিল্ডিং করার সময় ডেভিড ওয়ার্নারের লোপ্পা ক্যাচ ফেলে দেন। ব্যাট হাতেও ব্যর্থ। মাত্র ৩ করে রান আউট হয়ে যান তিনি। ঈশান কিষাণও ১৮ রান করে ফেরেন। একটা সময় ১৮৫/৪ হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়া শিবির তখন প্রত্যাঘাতের স্বপ্নে বুঁদ।


তবে সেই স্বপ্ন ভেঙে তছনছ করে দেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। এই সিরিজ সূর্যর অগ্নিপরীক্ষা মনে করা হচ্ছে। ওয়ান ডে ক্রিকেটে তাঁর হতশ্রী ফর্ম নিয়েও বিস্তর আলোচনা। যদিও ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, দল সূর্যর পাশে রয়েছে। সেই আস্থার মর্যাদা রাখলেন মুম্বইয়ের ক্রিকেটার। ৪৯ বলে ৫০ রান করে দলের চাপ কাটালেন। অপরাজিত ৫৮ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন রাহুল।


শীর্ষে ভারত


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গেই ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে উঠে এল ভারতীয় দল (Indian Cricket Team)। এর আগে পাকিস্তান ছিল ওয়ান ডে ফর্ম্যাটে এক নম্বর দল। কিন্তু আজ অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই শীর্ষে উঠে এসেছে টিম ইন্ডিয়া। ভারতের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ১১৬ পয়েন্ট। পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে ১১৫ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে। তাঁদের ঝুলিতে ১১১ পয়েন্ট। এদিকে আজকের ম্য়াচে জয়ের পর এক নতুন রেকর্ডও গড়েছে ভারতীয় দল। এই মুহূর্তে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শীর্ষে রয়েছে মেন ইন ব্লুজরা। 


ছিটকে গেলেন নাসিম


আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ (ODI World Cup) থেকে ছিটকেই গেলেন নাসিম শাহ (Naseem Shah)। ফলে বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং আক্রমণের ঝাঁঝ কমল বৈকি!


নাসিমের পরিবর্তে হাসান আলিকে দলে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর, নাসিমের সেরে উঠতে সময় লাগবে। পাশাপাশি দলে একজন বাড়তি লেগস্পিনার রেখেছে পাকিস্তান। উসামা মীরকে রাখা হয়েছে ১৫ জনের দলে। যিনি এই বছরের গোড়ায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন। তবে এশিয়া কাপের দলে ছিলেন না।


শামির আগুন


বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আর ২ সপ্তাহ বাকি। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পেস আক্রমণে কোন ত্রয়ীকে দেখা যাবে? যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ়, শার্দুল ঠাকুর? নাকি বুমরা, সিরাজ়ের সঙ্গে মহম্মদ শামি (Mohammed Shami)?


প্রশ্নটা আরও জোরাল হয়ে উঠল মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের পর। যেখানে অস্ট্রেলিয়া ইনিংসকে তছনছ করে দিলেন শামি। বাংলার পেসারের গতির আগুনের কোনও জবাব ছিল না অজ়ি ব্যাটারদের কাছে। শেষ পর্যন্ত শামির বোলিং পরিসংখ্যান দাঁড়াল ১০-১-৫১-৫।


শামির গতির ধাক্কায় মোহালিতে অস্ট্রেলিয়াও ধাক্কা খেল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে অস্ট্রেলিয়া তুলল ২৭৬ রান। শামির ৫১ রানে ৫ উইকেটই ওয়ান ডে কেরিয়ারে তাঁর সেরা বোলিং। মোহালিতে মহম্মদ সিরাজ়কে খেলায়নি ভারত। এশিয়া কাপের ফাইনালের নায়ককে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁর পরিবর্তে সুযোগ পান শামি। আর সুযোগ পেয়েই বল হাতে আগুন ছোটালেন।


নতুন স্টেডিয়াম


ফের একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে উত্তরপ্রদেশ। এবার বারাণসীতে। যে স্টেডিয়ামের নির্মাণভাবনায় মহাদেব।


বারাণসী (Varanasi) মানেই শিবভূমি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে বারাণসী। যে কারণে শহরের ক্রিকেট স্টেডিয়ামেও থাকবে ভোলেনাথের ছায়া। স্টেডিয়ামের নকশায় থাকছে মহাদেবের ত্রিশূল, ডুগডুগি, বেলপাতাও। শনিবার স্টেডিয়ামের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। থাকার কথা সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ক্রিকেটারদেরও। বারাণসী শহর জুড়ে সাজো সাজো রব।


সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তাবিত নকশা। সেই সকল ছবি থেকে দেখা গিয়েছে, বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইট দেখতে মহাদেবের ত্রিশূলের মতো। প্রেসবক্স মহাদেবের ডুগডুগির মতো। উপর থেকে ওই স্টেডিয়াম দেখতে লাগবে অর্ধচন্দ্রের মতো। যেমন মহাদেবের জটায় থাকে অর্ধচন্দ্র।