কলকাতা: অস্ট্রেলিয়া মহিলা দলকে টেস্টে প্রথমবার হারিয়ে ইতিহাস হরমনপ্রীত কৌরদের। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বরখাস্ত করল কুস্তি সংস্থাকে। জঙ্গল সাফারিতে শুভমন গিলরা। খেলার দুনিয়ার সারাদিন।
ভারতের ঐতিহাসিক জয়
লক্ষ্য ছিল মাত্র ৭৫ রানের। ইতিহাস গড়ার হাতছানি ছিল। খুব বেশিক্ষণ সময় নষ্ট করলেন না ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটাররা। মাত্র ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীত কৌররা। ম্যাচে প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে মোট ৭ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হয়েছেন স্নেহ রানা। উল্লেখ্য, এই টেস্টের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত ব্রিগেড।
বরখাস্ত কুস্তি সংস্থা
ভারতীয় কুস্তি ফেডারেশন নিয়ে নাটক অব্যাহত। বিজেপি সাংসদ তথা ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের (Brij Bhusan Saran Singh) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জয় সিং ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। যার জেরে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক অবসর নিয়েছিলেন। এবার নিয়ম না মানার জন্য সঞ্জয় সিংহ সহ গোটা কুস্তি ফেডারেশনকেই নির্বাসিত করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ফেডারেশন প্রসঙ্গে মন্ত্রক বলেছে, এখনও মনে হচ্ছে আগের পদাধিকারীরাই ফেডারেশন চালাচ্ছেন।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়েছে, সঞ্জয় সিংহের কমিটি দায়িত্ব নেওয়ার পর তড়িঘড়ি অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ২০ প্রতিযোগিতা ঘোষণা করেছিল। এই ঘোষণা নিয়ম বহির্ভূত ভাবে করা হয় বলে জানিয়েছে সরকার। কোনও প্রতিযোগিতার আগে অন্তত ১৫ দিনের নোটিশ দিতে হয় বলে জানিয়েছে সরকার। কুস্তিগীরদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে হয়। কিন্তু কোনও নিয়মই মানা হয়নি।
খোশমেজাজে টিম ইন্ডিয়া
মাঝে আর ৪৮ ঘণ্টাও নেই। ২৬ ডিসেম্বর, বিখ্যাত বক্সিং ডে-তে ভারত ও দক্ষিণ আফ্রিকা(IND vs SA) প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে। ম্যাচটি সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে। আর সেই ম্যাচের আগে খোশমেজাজে ভারতীয় শিবির। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অনেকেই জঙ্গল সাফারি করে এলেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনওদিন টেস্ট সিরিজ জেতেনি ভারত। এবার তাই ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রামধনুর দেশে শেষবার টেস্ট সিরিজ জেতার আশা তৈরি করেও শেষরক্ষা করতে পারেনি ভারত। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু পরের দুই টেস্টে হেরে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।
রোহিত শর্মা টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে খেলেননি। বিশ্রাম নিয়েছিলেন। তবে টেস্টে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকায় সঙ্গে গিয়েছে স্ত্রী রীতিকাও। টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় জঙ্গল সাফারিতে দেখা গিয়েছে রোহিতকেও। শুভমন গিল, শ্রেয়স আইয়ার, যশপ্রীত বুমরা, কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রেদের দেখা গিয়েছে জঙ্গল সাফারিতে।
টেস্ট প্রেমী স্টার্ক
আইপিএলে তিনি ইতিহাস গড়েছেন। ১৯ ডিসেম্বর দুবাইয়ে মিনি অকশনে গুজরাত টাইটান্সের সঙ্গে প্রবল দর কষাকষির পর তাঁকে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে এত দাম পাননি কোনও ক্রিকেটার। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনিদের মতো কিংবদন্তিও এত দাম পাননি।
তবে রেকর্ড দাম পেয়েও মিচেল স্টার্কের মনে এখনও প্রথম সারিতে রয়েছে টেস্ট ক্রিকেট। টি-টোয়েন্টি নয়। টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দেবেন বলেই আট মরশুম তিনি আইপিএলের সংসার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এবার ফিরেই রেকর্ড। তবে স্টার্ক বলে দিচ্ছেন, 'লাল বলের ক্রিকেট এখনও আমার কাছে সকলের আগে।'
দায়িত্বে পোলার্ড
তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে নজরকাড়া তারকা। আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন সাফল্যের সঙ্গে। পরে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের কোচিং স্টাফ হিসাবেও দেখা গিয়েছে তাঁকে।
কায়রন পোলার্ড (Kieron Pollard)। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডারকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তিনি কাজ করবেন ইংল্যান্ড দলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে খেলা হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, দলের সহকারী কোচ হিসাবে কাজ করবেন পোলার্ড।