কলকাতা: সিএবি-র (CAB) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবার আয়োজিত হল অন্য আঙ্গিকে। যেখানে ক্রিকেট ও বিনোদন হাত ধরাধরি করে হাঁটল। এশিয়া কাপে রবিবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। খেলার দুনিয়ার সারাদিন। 


মঞ্চে আগুনপাখি


সিএবি-র (CAB) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবার আয়োজিত হল অন্য আঙ্গিকে। যেখানে ক্রিকেট ও বিনোদন হাত ধরাধরি করে হাঁটল।


এই প্রথম সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করলেন নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) মতো বড় মাপের কোনও সঙ্গীতশিল্পী। নচিকেতার কণ্ঠের জাদুতে মুগ্ধ হওয়ার সন্ধ্যায় বঙ্গ ক্রিকেট সাক্ষী থাকল আর এক বেনজির ঘটনার। জীবনকৃতি সম্মানপ্রাপক রাজু মুখোপাধ্যায় তাঁর পুরস্কার অর্থের ২ লক্ষ টাকা দান করলেন মাঠকর্মীদের!


সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে 'আগুনপাখি' নচিকেতা চক্রবর্তী পারফর্ম করবেন, সে খবর প্রথম লিখেছিল এবিপি আনন্দ। ২ অগাস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল যে, নচিকেতার মতো প্রথম সারির এক শিল্পীর গানে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চকে আরও বর্ণময় করে তুলতে চায় সিএবি। সেই সঙ্গে লেখা হয়েছিল, এই প্রথম নেতাজি ইন্ডোর বা ইডেন গার্ডেন্সে না হয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ধন ধান্য অডিটোরিয়ামে। সেই প্রতিবেদনই বাস্তব রূপ পেল শনিবার। যখন বছরের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করা হল। পুরস্কার তুলে দেওয়া হল বিভিন্ন টুর্নামেন্টে জয়ীদের হাতে। জীবনকৃতি তুলে দেওয়া হল রাজু মুখোপাধ্যায়ের হাতে। মহিলা ক্রিকেটার হিসাবে জীবনকৃতি সম্মান পেলেন শর্মিলা চক্রবর্তী। বর্ষসেরা ক্রিকেটার হলেন সুদীপ ঘরামি। বর্ষসেরা বোলার হলেন আকাশদীপ। জেন্টলম্যান ক্রিকেটার পুরস্কার পেলেন অনুষ্টুপ মজুমদার।


কলম্বোয় ফের ভারত-পাকিস্তান


ভারত হোক বা পাকিস্তান (Ind vs Pak), কিংবা শ্রীলঙ্কা-বাংলাদেশ, এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেওয়া চার দলের শিবিরে সবচেয়ে বেশি উৎকণ্ঠা তৈরি করছে এই একটা শব্দ।


বৃষ্টি।


পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের দ্বৈরথ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। রবিবার কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে সেখানেও কাঁটা বৃষ্টি। বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ। ভারত-পাক ম্যাচ রবিবার করা না গেলে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে সোমবার। তা নিয়ে বিতর্কও হচ্ছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ শিবির থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কেন শুধু ভারত-পাক ম্যাচেরই রিজার্ভ ডে থাকবে।


পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল দেখে নিতে চাইবে, কে এল রাহুল কতটা ম্যাচ ফিট হয়েছেন। ভারতীয় শিবির সূত্রে যা ইঙ্গিত, তাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হবে রাহুলকে। যিনি এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলেননি। চোট পুরোপুরি না সারায়। তবে বিশ্বকাপের আগে হাতে সময় কম আর সেই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে রাহুলকে খেলিয়ে দেখে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।


পাশাপাশি যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরে ওয়ান ডে ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন বল করেন, সেটা দেকে নিতেও মুখিয়ে থাকবে ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে বল করার সুযোগই পাননি বুম বুম বুমরা। আর নেপালের বিরুদ্ধে তিনি খেলেননি। প্রথম সন্তান জন্মানোর সময় স্ত্রী সঞ্জনার পাশে থাকবেন বলে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন।


মার্চ মাসে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন রাহুল। জুলাই মাসে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন বুমরা। এখন প্রশ্ন হচ্ছে, রাহুল খেললে বসবেন কে? উইকেটকিপার হিসাবে খেলা ঈশান কিষাণ টানা চার ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ঝলসে উঠেছিল তাঁর ব্যাট। তবে রাহুল খেললে ঈশানের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।


নেমারের নজির


পেলের রেকর্ড ভেঙে চুরমার। বিশ্বকাপ জয়ের নিরিখে বিশ্বের সফলতম দল ব্রাজিলের (Brazil Football Team) সর্বোচ্চ গোলদাতা হিসাবে পেলের দীর্ঘ শাসনের অবসান ঘটল। তাঁর রেকর্ড ভাঙলেন তাঁরই মতো ১০ নম্বর জার্সিধারী আরেক তারকা। তিনি নেমার জুনিয়র (Neymar Jr)। বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করে পেলের ৭৭ গোলের রেকর্ড ভেঙে ফেললেন নেমার। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (World Cup Qualifiers) নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল। নেমার বাদেও রদ্রিগো জোড়া গোল ও রাফিনহা একটি গোল করেন। 


ফাইনালে জকোভিচ


যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে (US Open 2023 Final) পৌঁছে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন আমেরিকার ২০ বছর বয়সি বেন শেল্টনকে। খাতায় কলমে এগিয়ে থেকেই কোর্টে নেমেছিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই জকোভিচ সেমিফাইনালে স্ট্রেট সেটে হারান অবাছাই বেন শেলটনকে। জকোভিচ জেতেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। 


এদিনের খেলায় প্রথম দুটো সেটে খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি শেল্টন। খুব সহজেই জয় ছিনিয়ে নেন জোকার। কিন্তু তৃতীয় সেটে লড়াই দেন আমেরিকার টেনিস তারকা। তবে সেই গেমটিও টাইব্রেকারে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন জোকার। এই টুর্নামেন্টে এর আগে যতগুলো ম্যাচ জিতেছিলেন শেল্টন, সবগুলোতেই 'ফোন কল' সেলিব্রেশন দেখা গিয়েছিল আমেরিকার তারকার। কিন্তু গতকাল নোভাক জয়ের পর সেই ফোনের ডায়াল পুরোপুরি নামিয়ে দেওয়ার অভিনব সেলিব্রেশন করেন। যা দেখে পুরো আর্থার অ্য়াশ স্টেডিয়ামের কোর্টের গ্যালারিতে থাকা দর্শকরা মেতে ওঠেন। 


ফাইনালে স্বপ্নভঙ্গ বোপান্নার


দু'বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজীব রাম (Rajeev Ram) ও জো স্যালিসবারির (Joe Salisbury) বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2023) ফাইনালে মুখোমুখি হয়েছিলেন রোহন বোপান্না (Rohan Bopanna) ও ম্যাথিউ এবডেন (Matthew Ebden)। দুরন্ত ফাইনালের পর শেষমেশ হতাশাই হাতে লাগল ভারত-অস্ট্রেলিয়ান জুটির। তিন সেটের ফাইনালে প্রথম সেট জিতেও, হারতে হল বোপান্নাদের। নাগাড়ে তিনবার ডাবলস ফাইনাল খেতাব জিতলেন রাজীব রামরা।


ওপেন ইরাতে প্রবীণতম টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছেছিলেন ৪৩ বছর বয়সি রোহন বোপান্না। তবে ইতিহাস গড়েও খেতাব জয় অধরাই রয়ে গেল বোপান্নাদের। অপরদিকে, রাজীব রাম ও জো স্যালিসবারি ওপেন ইরাতে প্রথম টেনিস জুটি হিসাবে নাগাড়ে তিনবার যুক্তরাষ্ট্র ওপেন ডাবলস খেতাব জিতলেন। দুই ঘণ্টার ম্যাচের শুরুতেই দুরন্ত টেনিস খেলে এগিয়ে যান বোপান্নারা। ৬-২ স্কোরলাইনে দাপুটে মেজাজে সেট নিজেদের নামে করেন বোপান্নারা। দুইবার রাজীব রামদের সার্ভিস ব্রেক করেন ইন্দো-অজি জুটি।