কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অক্ষয় কুমার
দিন কয়েক আগেই বিশ্বকাপের জন্য ভারতের (Indian Cricket Team) ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল। সেই দলে সুযোগ পাননি শিখর ধবন (Shikhar Dhawan)। গত বছরের শেষের দিক থেকে আর জাতীয় দলে ডাক পাননি তিনি। শুভমন গিল, ঈশান কিষাণরা তাঁর থেকে আপাতত পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন। তবে তা সত্ত্বেও ভারতীয় সতীর্থদের বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের মন জিতেছিলেন ধবন। এবার তাঁর নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ধবনকে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বিখ্য়াত মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Mandir) দেখা গেল। ধবনের পরনে ছিল সাদা রঙের কুর্তা ও পায়জামা। তবে ধবন কিন্তু একা নন, ভিডিওতে তাঁর ঠিক পিছনেই দেখা মেলে বলিউডের তারকা অক্ষয় কুমারের (Akshay Kumar)। তাঁর ছেলে আরভও তাঁরই পাশে বসে ছিলেন। শনিবার ছিল অক্ষয় কুমারের জন্মদিন। ৫৬-এ পা দিলেন 'খিলাড়ি কুমার'। সেই উপলক্ষ্যেই সম্ভবত তিনি উজ্জয়িনীতে গেরুয়া বসনে হাজির হয়েছেন। মন্দিরে পুজোও দেন তিনি।
প্রকাশ্যে 'রক্তবীজ' ফিল্মের নতুন গান 'গোবিন্দ দাঁত মাজে না'
'রক্তবীজ' ছবির প্রথম গানে অঙ্কুশ হাজরার ক্যামিও। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী অভিনীত, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ' বড় পর্দায় মুক্তি পাবে ১৯ অক্টোবর। তার আগে প্রকাশ্যে এল সুরজিৎ চট্টোপাধ্যায়ের লেখায় ও সুরে, তাঁরই গাওয়া 'গোবিন্দ দাঁত মাজে না' গানের ভিডিও। এই গান প্রকাশ্যে আসতে যদিও দর্শকের একাংশ ট্রোলও করেছেন গানটিকে। এই গানের কথা অনেকেরই পছন্দ হয়নি। কেউ কটাক্ষ করে লিখলেন, 'কে বলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে ভাল গান হয় না? এমন গান যেটা কেউই একবার শোনার পর শুনবে না।' আবার একজন লেখেন, 'এটা একটা গান? অঙ্কুশ নিঃসন্দেহে দারুণ ডান্সার। কিন্তু এই গানটা একদম ভাল লাগছে না।' কেউ কটাক্ষ করে লেখেন, 'কিডনি ছোঁয়া গান'। অপর একজন মজা করে লেখেন, 'পেস্ট নেই'। তবে এই গানটা দেখে অনেকেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে অঙ্কুশ অত্যন্ত ভাল একজন নৃত্যশিল্পী। তাঁর নাচের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন