কলকাতা: ১০২৫ দিন পর অবশেষে টেস্ট শতরান হাঁকালেন বিরাট কোহলি। তাঁর শতরানের সুবাদেই চতুর্থ টেস্টের রাশ ভারতের হাতে। ডব্লিউপিএলে টানা চতুর্থ জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স।


ভারতের হাতে ম্যাচের রাশ


বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে টপকে গেল ভারত। অজিদের ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৭১ রানে অল আউট হল টিম ইন্ডিয়া (Team India)। ১৮৬ রানের ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ইনিংসের শেষে ৯১ রানে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৩ রান তুলেছে অজিরা। ৮৮ রানে এখনো এগিয়ে আছে ভারত। খেলার যা হাল, তাতে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।


২০১৯ সালে নভেম্বর মাসে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর দীর্ঘ এই মাস পর ফের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান এল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। আমদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে দুরন্ত শতরান হাঁকান বিরাট। ১৮৬ রানের ইনিংস খেললেন বিরাট। এই শতরান হাঁকিয়েই নতুন ইতিহাস গড়লেন ভারতের তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এটাই বিরাটের সর্বকালের সর্বোচ্চ স্কোর। চতুর্থ দিনে বিরাটকে যোগ্য সঙ্গ দিলেন অক্ষর পটেল। তিনি ৭৯ রানের ইনিংস খেলেন। কে এস ভরত অল্পের জন্য নিজের কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরান মিস করলেন। ৪৯ রান করে ফেরেন তিনি। 


নাগাড়ে চতুর্থ জয়


ব্রেবোর্ন স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়ার্স  বিরুদ্ধে মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স (UP Warriorz vs Mumbai Indians)। অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দুরন্ত অর্ধশতরান ও সাইকা ইশাকের তিন উইকেটের সুবাদে জয়ের ধারা অব্যাহত রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ইউপির বিরুদ্ধে ১৬০ রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতে আট উইকেট হাতে রেখে দাপুটে মেজাজে জয় পেল পল্টনরা। এই নিয়ে ডব্লিউপিএলে টানা চার ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে নিজেদের দখল অব্যাহত রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ইউপির হয়ে থালিয়া ম্যাকগ্রা ৫০ ও অ্যালিসা হিলি ৫৮ রানের ইনিংস খেলে দলকে ছয় উইকেটে ১৫৯ রান তুলতে সাহায্য করেন। 


পদ্মাপারে ধরাশায়ী বিশ্বচ্যাম্পিয়ন


বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) দুর্দান্ত অর্ধশতরানে ভর করে প্রথম ম্যাচে ছয় উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে (BAN vs ENG 2nd T20I) মেহেদি হাসান মিরাজের বল হাতে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ম্যাচ ও সিরিজ জিতে নিল বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে সাত বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতল বাংলাদেশ। 


১১৭ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) চার উইকেট নেন। তাসকিন আমেদ, শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও হাসান মামুদ, সকলেই একটি করে উইকেট নেন।


বাংলাদেশকে চাপের মুখ থেকে রক্ষা করেন গত ম্যাচে অর্ধশতরান হাঁকানো নাজমুল হোসেন শান্ত। তিনি মন্থর গতিতে হলেও ৪৬ মহামূল্যবান রানের ইনিংস খেলে দলের জয় সুনিশ্চিত করেন। অপরাজিত থাকেন শান্ত। বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ২০ রানের ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। অধিনায়ক শাকিব অবশ্য শূন্য রানেই সাজঘরে ফেরেন। জোফ্রা আর্চার আগুনে বোলিংয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখালেও, শেষ পর্যন্ত হতাশই হতে হয় ইংল্যান্ড। আর্চার অবশ্য চার ওভারে ১৩ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে বেশ প্রভাবিত করেন।


শ্রেয়সের স্ক্যান


ভারতীয় শিবিরে ফের উদ্বেগ। বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে (India vs Australia 4th Test) আমদাবাদে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের মাঝেই পিঠের ব্যথায় নাজেহাল ভারতীয় তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) স্ক্যান করতে পাঠানো হল। এর জেরে তিনি ভারতের প্রথম ইনিংসে ব্যাটও করতে নামেননি।


শ্রেয়স চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে শনিবার পিঠে ব্যথার কথা ম্যানেজমেন্টকে জানান। এরপরেই তাঁকে স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় বোর্ডের তরফে রবিবার, ১২ মার্চ শ্রেয়সকে স্ক্যান করাতে নিয়ে যাওয়ার কথা জানানো হয়। ভারতের মেডিক্যাল দল শ্রেয়সের বর্তমান পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। শ্রেয়স সাধারণত ভারতের হয়ে পাঁচ নম্বর ব্যাট করতে নামেন। তবে সেই জায়গায় রবীন্দ্র জাডেজা ব্যাট করতে নামেন।


জাডেজা আউট হয়ে যাওয়ার পরে শ্রীকর ভারত, রবিচন্দ্রন অশ্বিনরা ব্যাট করতে নামলেও ব্যাটে নামেননি শ্রেয়স। প্রসঙ্গত, আর মাত্র ১৯ দিন পরেই আইপিএল শুরু হতে চলেছে। শ্রেয়স কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করবেন। আইপিএল মরসুম শুরু তাঁর চোট কতটা গুরুতর, সেই নিয়ে কিন্তু কেকেআরও বেশ খানিকটা চিন্তায় থাকবে। 


আরও পড়ুন: ফাইনালে ওঠার লক্ষ্যে ঘরের মাঠে হায়দরাবাদের মুখোমুখি সবুজ-মেরুন