কলকাতা: শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় পেল অস্ট্রেলিয়া। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রোনাল্ডিনহো। এক নজরে খেলার সেরা খবরগুলি।


খাতা খুলল অস্ট্রেলিয়া


পরপর দুই ম্যাচ হারের পর অবশেষে রেকর্ড বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের খাতা খুলল। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে মেগা টুর্নামেন্টের (ODI World Cup 2023) প্রথম দুই পয়েন্ট ঘরের তুললেন প্যাট কামিন্সরা। অ্যাডাম জাম্পার দাপুটে বোলিং পারফরম্যান্সে শ্রীলঙ্কা মাত্র ২০৯ রানে অল আউট হয়ে যাওয়ায় অজ়িদের সামনে লক্ষ্যটা একেবারেই তেমন কঠিন ছিল না। ৮৮ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া (AUS vs SL)। অজ়িদের হয়ে মিচেল মার্শ (Mitchell Marsh) ও জস ইংলিশ (Josh Inglis) অর্ধশতরান হাঁকান। ৪০ রানের পরিপক্ক ইনিংস খেলেন মার্নাস লাবুশেনও। দিলশান মধুশঙ্কা (Dilshan Madushaka) তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও, তা চেষ্টা জ্বলে যায়। শুরুতেই তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় আপাতত নয় নম্বরে রয়েছে শ্রীলঙ্কা।


মুখ্যমন্ত্রী-রোনাল্ডিনহো সাক্ষাৎ


পুজোর (Durga Puja 2023) মরশুমে, গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho Gaúcho)। আজ তাঁর একাধিক কর্মসূচিত অংশগ্রহণ করার কথা ছিল। সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করার পাশাপাশি ফুটবল অ্যাকাডেমিরও উদ্বোধন করলেন ব্রাজিলিয়ান মহাতারকা (Brazilian Footballer)।


লেকটাউনে মারাদোনার মূর্তিতে মাল্যদান করেই তিনি চলে যান শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপে। শ্রীভূমি স্পোর্টিংয়ের মাঠে সম্বর্ধনা দেওয়া হয় রোনালডিনহোকে। সেখানে গিয়ে মণ্ডপে মাতৃদর্শন করেন রোনাল্ডিনহো। শ্রীভূমি স্পোর্টিংয়ের মাঠে অন্য মেজাজে দেখা গেল তারকা ফুটবলারকে। ফুটবল পায়ে জাদুও দেখালেন ড্রিবলের রাজা। গোলকিপারের ভূমিকায় দেখা গেল মন্ত্রী সুজিত বসুকে।


এরপরই তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান রোনাল্ডিনহো। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও। ব্রাজিলিয়ান তারকাকে স্বাগত জানাতে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় পরিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মমতা। হাতে তুলে দেন একটি ফুটবলও। মুখ্যমন্ত্রীর বাড়িতে কিংবদন্তি ফুটবলারকে স্বাগত জানাতে হাজির ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমসহ মোহনবাগানইস্টবেঙ্গল, মহামেডানের কর্তারাও। ক্লাব জার্সিতে রোনালডিনহোর সই সংগ্রহ করেন তিনি প্রধানের কর্তারা। ১৫ মিনিটের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ খানিকটা সময় কথাও বলেন তিনি।


অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি


সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনা এবার অবশেষে সত্যি হল। সরকারিভাবে অলিম্পিক্স কমিটির তরফে ২০২৮ লস অ্যাঞ্জেলস (Los Angeles 2028) অলিম্পিক্সে ক্রিকেটের (Cricket) অন্তুর্ভুক্তি করার কথা ঘোষণা করা হল। সোমবার, ১৬ অক্টোবর মুম্বইয়ে আইওসির সেশনেই এই বহু প্রতীক্ষিত সিদ্ধান্তটি নেওয়া হয়। অলিম্পিক্সে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ক্রিকেট খেলা হবে। পুরুষ ও মহিলা উভয় দলই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রথমবার উভয় বিভাগেই ছয়টি করে দল অংশগ্রহণ করবে।


এবারের আইওসি সেশনটি ভারতেই আয়োজিত হচ্ছে। এই নিয়ে মাত্র দ্বিতীয়বার ভারতে এই সেশন আয়োজিত হচ্ছে। ৪০ বছর আগে শেষবার তা এই দেশের মাটিতে আয়োজিত হয়েছিল। সেই ভারতে আয়োজিত সেশনেই ক্রিকেটর অন্তর্ভুক্তি ঘটল। অবশ্য শুধু ক্রিকেট নয়, আরও চারটি খেলা অন্তর্ভুক্ত হল। সেগুলি হল বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোজ় এবং স্কোয়াশ। আইওসির সদস্য নীতা আম্বানি (Nita Ambani) এই সিদ্ধান্তটির কথা সরকারিভাবে ঘোষণা করেন। তিনি বলেন, '২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি খুবই ভাল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন স্থানে অলিম্পিক্সের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। আইওসি সদস্য, ভারতীয় এবং ক্রিকেট অনুগামী হিসাবে আইওসি সদস্যরা ক্রিকেটের অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেওয়ায় আমি উচ্ছ্বসিত।'


সিকিম পরিষ্কারে বাইচুং


প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়েছে সিকিম (Sikkim Disaster)। তছনছ হয়ে গিয়েছে বহু এলাকা। ছবির মতো সুন্দর এলাকাগুলো হয়ে উঠেছিল যেন মৃত্যুপুরী। যুদ্ধকালীন তৎপরতায় জারি রয়েছে বিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজ। কাদা ও পলিমাটির আস্তরণে ঢেকে রয়েছে বহু বাড়ি, এলাকা। এই অবস্থায় বিশেষজ্ঞ বিভিন্ন দলের সঙ্গে হাতে হাত মিলিয়ে স্থানীয়রাও নেমেছেন নিজেদের জায়গা পরিষ্কার করার কাজে। আর যে কাজে নেমেছেন বাইচুং ভুটিয়াও। 


ভারতের প্রাক্তন ফুটবলার নিজে গামবুট পরে ময়লার মধ্যে নেমে পরিষ্কার করছেন বিভিন্ন জায়গা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। যা পরে নিজের সমাজমাধ্যমের পাতাতেও শেয়ার করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা সিকিমের ঘরের ছেলে বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। যে ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন বাড়ির মধ্যে জমে থাকা কাদা, পলিমাটি বের করে এনে তা ফেলা হচ্ছে বাড়ির বাইরে। একঝাঁক সিকিমের স্থানীয়ের সঙ্গে দাঁড়িয়ে সেই ময়লা নিজে হাতে নিয়ে বাইরে ফেলার কাজে বাকিদের সঙ্গেই হাত লাগিয়েছেন বাইচুংও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: 'বাচ্চাদের মতো করে হারিয়েছে', পাক দলকে তুলোধনা শোয়েব আখতারের