কলকাতা: কলকাতা ফুটবল লিগে সাদার্ন সমিতিকে হারাল মহামেডান স্পোর্টিং। ইউরোপের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে লিওনেল মেসি। খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক নজরে।


কলকাতা লিগে মহমেডানের জয়


কলকাতা ফুটবল লিগে (CFL 2023) দাপুটে পারফরম্যান্সে সাদার্ন সমিতিকে (Southern Samity) পরাজিত করল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ব্যারাকপুর স্টেডিয়ামে সাদার্নের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল সাদা কালো ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে মহামেডান। ১৫ মিনিটে অভিজিৎ সরকার মহামেডানের হয়ে প্রথম গোলটি করেন ও ৩৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি আসে ডেভিডের পা থেকে। এই নিয়ে টুর্নামেন্টে তাঁর অষ্টম গোল হয়ে গেল। 


ইউরোপ সেরার দৌড় মেসি


এ মরশুমের শুরুতেই ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে উয়েফার বিচারে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। সদ্যই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে সেরা খেলোয়াড় (UEFA Player of the Year) হওয়ার দৌড়ে থাকা তিন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়। সেই তালিতায় আর্জেন্তাইন মহাতারকার সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির দুই তারকা কেভিন দি ব্রুইন (Kevin de Bruyne) এবং আরলিং হালান্ডও (Erling Haaland) রয়েছেন।


লখনউ সুপার জায়ান্টসের নতুন দায়িত্বে প্রসাদ


অতীতে ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এবার আইপিএলের সঙ্গে যুক্ত হলেন এমএসকে প্রসাদ (MSK Prasad)। আইপিএলে (IPL 2024) লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) উপদেষ্টার পদে নিযুক্ত হলেন তিনি। বৃহস্পতিবার, ১৭ অগাস্টই লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির তরফে এমএসকে প্রসাদকে নতুন পদে নিয়োগের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। প্রতিভা অন্বেষণ ও প্রতিভাধর খেলোয়াড়দের উন্নতির দায়িত্ব থাকবে প্রসাদের। এই বিভাগে লখনউ ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।


মার্কিন মুুলুকে শাহ-দ্রাবিড় বৈঠক


দিন কয়েক আগেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। বিশ ওভারের ফর্ম্যাটে ছয় বছর পর ভারতকে (Indian Cricket Team) হারিয়ে সিরিজ় নিজেদের নামে করেছে ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI T20I)। এই গোটা সফরেই ভারতীয় ম্যানেজমেন্ট দলে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করলেও, সিংহভাগই তেমন সাফল্য এনে দিতে পারেনি। খবর অনুযায়ী, সিরিজ়ের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচের আগেই আমেরিকা যুক্তরাষ্ট্রে দলের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে দেখা করেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।


ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী বুমরা


পিঠের চোটের ফলে বুমরাকে অস্ত্রোপ্রচারও করাতে হয়েছে। এতদিন চোটের জেরে মাঠের বাইরে থাকার পর প্রত্যাবর্তন ঘটানোটা একেবারেই সহজ নয়। মাঠে ফেরার পর নিজের আগের ছন্দ কী ফিরে পেয়েছেন তিনি? আয়ারল্যান্ড সিরিজ়ে ভারতীয় অধিনায়কের দায়িত্বে থাকা বুমরাকে এই প্রশ্নই করেছিল এবিপি লাইভ।


সেই প্রশ্নের জবাবে সাংবাদিক সম্মেলনে বুমরা বলেন, 'আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই রয়েছি। নিজের দক্ষতার ওপর সবসময়ই আমার বিশ্বাস ছিল। তবে হ্য়াঁ, এতদিন পরে মাঠে ফেরাটা যে সহজ নয়, সেই বিষয়ে আমি অবগত। শুরুতেই অতিরিক্ত আশা করাটা যে উচিত হবে না এবং ধীরে ধীরে নিজের সেরা ফর্মে, সেরা ছন্দে ফিরতে হবে সেটা জানি। খেলাটাকে উপভোগ করা, বেশি করে ম্যাচ খেলাটা জরুরি। এখানে আমরা সেটাই করব। শেষমেশ বলব আমি শারীরিকভাবে বেশ ভালই অনুভব করছি এবং আশা করছি সফরটা ভালই কাটবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: 'একটাই ম্যাচ জিতেছো', ইস্টবেঙ্গল কর্তাকে মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা