কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) ফুটবলপ্রীতির কথা নতুন কিছু নয়। ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান, মহামেডান ক্লাবের না না কর্মসূচিতে প্রায়সই মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে দেখা যায়। ১৬ অগাস্ট, বুধবার মহামেডানের নতুন তাঁবু উদ্বোধনেও উপস্থিত ছিলেন তিনি। সেখানেই কলকাতার তিন প্রধানের গৌরবময় ইতিহাসের কথা মনে করিয়ে দেন তিনি। সেখানেই ইস্টবেঙ্গল কর্তাদের একপ্রকার সতর্কবার্তাও দিলেন মমতা বন্দোপাধ্যায়।


বিগত দুই আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি। লিগ তালিকার একেবারে শেষের দিকে ছিল লাল হলুদ। নতুন মরশুমের শুরুটা অবশ্য একেবারে মন্দ করেন কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে থাকা ইস্টবেঙ্গল। চার বছর ও আট ডার্বি ম্যাচের পর অবশেষে জয়ের মুখ দেখেছে ইস্টবেঙ্গল। গ্রপে শীর্ষে থেকে ডুরান্ড কাপের (Durand Cup 2023) শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছে লাল হলুদ। তবে গত মরশুমের কথা মনে করিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের ভাল দল গড়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ইস্টবেঙ্গল তো আইএসএলে খেলছে। কিন্তু ইস্টবেঙ্গলের দলটা ভাল হয়নি। এবারে কিন্তু ইস্টবেঙ্গলের দলটা ভাল করতে হবে।'


মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে তিনি ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের কথা মনে করিয়ে দেন। তবে মুখ্যমন্ত্রী জবাবে মনে করিয়ে দিতে ভোলেননি যে দীর্ঘ সময় পর ইস্টবেঙ্গল ডার্বি জিতেছে এবং একটা ম্যাচে জয় নয়, ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করাটা প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেন, 'একটা ম্যাচ তো জিতেছো। মোহনবাগানকে হারানোটা কথা নয়। আমি চাই আইএসএল চ্যাম্পিয়ন যেন বাংলা থেকে হয়। আইএসএল চ্যাম্পিয়নের ট্রফিটা বাংলায় আসবে।'


এই একই অনুষ্ঠানে মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি মহামেডানকেও আইএসএলে খেলতে দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী। তিনি মহামেডান সমর্থকদের সকলের উদ্দেশে বার্তা দেন। 'ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএল খেলছে। মহমেডান কেন পারবে না? সমর্থকদের টাকাতেও আইএসএল খেলা যায়। আমি নিজেও কন্ট্রিবিউট করি। এত সমর্থক, ১ টাকা করে চাঁদা দিলেই হয়ে যাবে।' দাবি মমতা বন্দোপাধ্যায়ের।


এর পাশাপাশি এই অনুষ্ঠানে সাদা কালো বিগ্রেডের জন্য এই অনুষ্ঠানেই আর্থিক অনুদানের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মহমেডান ক্লাবের তাঁবু উদ্বোধনে এসে মহমেডানের গ্যালারি সংস্কারের জন্য ৬০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন মমতা। এবার সামনের মরশুমে ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি কলকাতার তৃতীয় ক্লাব হিসাবে মহামেডানকেও আইএসএলে খেলতে দেখা যায় কি না, সেইদিকে সকলের নজর থাকবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: আশিকের চোটে উদ্বেগে মোহনবাগান, ছন্দ ধরে রাখতে মরিয়া সবুজ-মেরুন কোচ