কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজেই ভারতীয় দলে ফিরলেন যশপ্রীত বুমরা। রূপকথার মতো দলকে জয় এনে দিয়ে অবসর নিলেন স্টুয়ার্ট ব্রড। এক নজরে খেলার সব খবর।
ফিরলেন বুমরা
'বুম বুম'-এর প্রত্যাবর্তন। শুধু ফিরলেনই না, অধিনায়কের (Captain) আর্মব্যান্ড হাতে নিয়েই বল হাতে আগুন ঝরাতে নামার দায়িত্ব পেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের জেরে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। সম্পূর্ণ সুস্থ হয়ে শুরু করেছিলেন অনুশীলনও। জাতীয় দলে বুমরার ফেরা ছিল কার্যত সময়েরই অপেক্ষা। তবে শুধু জাতীয় দলে ফিরছেনই না, আয়ারল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE) ভারতের টি২০ দলের ক্যাপ্টেনও তিনিই।
জাতীয় দলে বুমরাহের ডেপুটির দায়িত্ব পাচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। জাতীয় দলে স্থান পেয়েছেন রিুঙ্কু সিংহও (Rinku Singh)। বাংলার মুকেশ কুমার, শাহবাজ আহমেদরাও সুযোগ পেয়েছেন দলে। প্রসঙ্গত, অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে আয়ারল্যান্ডে গিয়ে তিনটি টি ২০ ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। ১৮, ২০ ও ২৩ অগাস্ট যথাক্রমে তিনটি টি ২০ ম্যাচ রয়েছে ভারতের।
ব্রডের রূপকথার অবসান
দিন দু'য়েক আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন অ্যাশেজ (The Ashes 2023) সিরিজ শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন। এক কিংবদন্তি ক্রিকেটারের কেরিয়ারের শেষটাও হল রূপকথার মতো। ওভালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টে (ENG vs AUS 5th Test) শেষ দুই উইকেট নিয়ে দলকে ম্যাচ জেতালেন স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। ২-২ সমতায় সিরিজ শেষ করল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া গত বারের অ্যাশেজ চ্যাম্পিয়ন হওয়ায় সিরিজ জয়ের ফলে তাঁদের কাছেই ট্রফিটা রইল। ৪৯ রানে পঞ্চম অ্যাশেজ টেস্ট জিতল ইংল্যান্ড।
এগিয়ে আসছে ভারত-পাক দ্বৈরথ?
দিনকয়েক আগেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন ভারত ও পাকিস্তানের (IND vs PAK) বিশ্বকাপ ম্যাচের (CWC 2023) দিনক্ষণ বদলাতে চলেছে। তবে সেই ম্যাচ কবে আয়োজিত হবে সেই নিয়ে তিনি কিছুই বলেননি। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী নির্ধারিত ১৫ অক্টোবরের একদিন আগে ১৪ অক্টোবর দুই পড়শি দেশের দ্বৈরথ আয়োজিত হবে।
বার্সায় ফিরছেন মেসি?
মাসখানেক আগেই মেজর লিগ সকারের (Major League Soccer) ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগদান করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে মেসির শুরুটা কিন্তু স্বপ্নের মতোই হয়েছে। ইতিমধ্যেই একের পর এক গোল করে যুক্তরাষ্ট্রেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন 'এলএম১০'। তবে ইতিমধ্যেই মেসির বার্সায় ফেরায় কানাঘুষো শোনা যাচ্ছে।
গত মরশুম শেষেই প্যারিস সঁ জরমঁকে বিদায় জানিয়েছিলেন মেসি। তারপর থেকে তাঁর পরবর্তী দল নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল। মেসিকে দলে নেওয়ার দৌড়ে সৌদি আরবের এক ক্লাব, ইন্টার মায়ামির পাশাপাশি তাঁর প্রাক্তন দল বার্সেলোনাও ছিল। তবে আর্থিক কারণে ফের একবার মেসিকে হাতছাড়া করে বার্সা। তবে জুয়ান লাপোর্তা মেসিকে পুনরায় কাতালান ক্লাবে নিতে ব্যর্থ হলেও, তিনি সমর্থকদের কথা দেন যে বার্সার হয়ে মেসি নিজের বিদায়ী ম্যাচ খেলবেন। এখন কানাঘুষো শোনা যাচ্ছে এমএলএসের বিরতির সময় মেসিকে বার্সায় লোনে পাঠানো হতে পারে।
এই জল্পনায় কি আদৌ কোনও সত্যি রয়েছে? ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার জর্জ মাস (Jorge Mas) কিন্তু এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন, 'আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আমি জানি না এটা কোনও ফ্রেন্ডলি না ওর জন্য বিশেষভাবে আয়োজিত বিদায়ী ম্যাচ। ওরা গ্রীষ্মে গ্যাম্ফার ট্রফি নামক এক টুর্নামেন্টে অংশ নেয়। তবে সেটা সম্ভবত ক্যাম্প ন্যু আবার খোলা হলে তারপরেই হবে। পরবর্তী দেড় বছর তো ওরা ওখানে খেলবে না। আশা করছি এই সুযোগে মেসি ঠিকঠাকভাবে বার্সা অনুরাগীদের বিদায় জানাতে পারবেন।'
বিশ্বকাপে অঘটন
মহিলাদের ফুটবল বিশ্বকাপে (Women's World Cup) এক নাটকীয় ম্যাচের সাক্ষী হয়ে থাকলেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটিয়ে ফেলল কলম্বিয়া (Germany vs Columbia)। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে পরাজিত করলেন তাঁরা। তাও আবার ৯০ মিনিটের পর, ইনজুরি টাইমের সপ্তম মিনিটের গোলে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই, সাত মিনিটের মাথায় টিনএজার লিন্ডা কাইসেডো দুরন্ত একটি গোলে কলম্বিয়াকে এগিয়ে দেন। নিশ্চিত জয়ের দিকেই এগোচ্ছিল লাতিন আমেরিকান দলটি। ম্যাচের ৮৯ মিনিটে জার্মানরা সমতায় ফেরে। আলেকজান্দ্রা পপ পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। কলম্বিয়া নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া করছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু ম্যাচে তখনও নাটক অবশিষ্ট ছিল। ম্যাচের ইনজুরি টাইমে একেবারে শেষ কয়েক সেকেন্ডে কর্নার থেকে গোল করেন ম্যানুয়েলা ভ্য়ানেগাস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: একদা তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল ঝাড়ু, ৫ বলই বদলে দেয় রিঙ্কুর জীবন