কলকাতা: দক্ষিণ আফ্রিকার মহিলা দলকে ১৯ রানে হারিয়ে টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ইডেন গার্ডেন্সে তারকা সাক্ষাৎ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রণবীর কপূর, খেললেন ক্রিকেট। দেখুন খেলার সারাদিনের সেরা খবরগুলি।


রেকর্ড ষষ্ঠ বিশ্বখেতাব


দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে, তাঁদেরকেই পরাজিত করে আবারও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women's T20 World Cup 2023) জিতে নিল অস্ট্রেলিয়া। আবারও ফাইনালে জ্বলে উঠল অজি ওপেনার বেথ মুনির ব্যাট। তাঁর ৭৪ রানের ইনিংসে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে ১৫৭ রানের লক্ষ্যমাত্রা দেয় অজি দল। তবে অজি ওপেনার লরা উলভার্ট দুরন্ত ৬১ রানের ইনিংস খেলেও, দলকে খেতাব জেতাতে পারলেন না। তাঁকে কেউ যোগ্য সঙ্গই দিতে পারেননি। ফলত ছয় উইকেটের বিনিময়ে ১৩৭ রানে বেশি তুলতে পারেনি প্রোটিয়া দল। ১৯ রানে ম্যাচ জিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেতাব নিজেদের নামে করে ফেলল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান দল। এই নিয়ে অজি অধিনায়ক মেগ ল্যানিং পাঁচটি আইসিসি ট্রফি জিতে ফেললেন, যা পুরুষ তথা মহিলা যে কোনও ক্রিকেটেই সর্বকালীন রেকর্ড।


ইডেনে তারকা সাক্ষাৎ


রবিবাসরীয় ইডেনে চাঁদের হাট। বিসিসিআই সভাপতির দায়িত্ব ছাড়ার পর ফের একবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মেন্টরের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁঁর তত্ত্বাবধানেই আপাতত দিল্লি অনুশীলন চালাচ্ছে। রবিবার, মরসুম শুরুর আগে ইডেনে দ্বিতীয় দফার অনুশীলন শিবির আয়োজিত হচ্ছে। সরফরাজ খান, পৃথ্বী শ, ইশান্ত শর্মার মতো দিল্লির সিংহভাগ ভারতীয় ক্রিকেটাররাই এই অনুশীলন শিবিরে হাজির ছিলেন। এই শিবিরের পরেই রণবীর কপূর (Ranbir Kapoor) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ হয় ইডেনে। দুই তারকা এক প্রদর্শনী ম্যাচও খেলেন।


ইরানিতে বাংলার চার


বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনেই ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের অনুশীন চলছে। সেই অনুশীলনের সময়েই বাঁ-হাতের তর্জনীতে চোট পান সরফরাজ খান (Sarfaraz Khan)। আর মাত্র দিন দু'য়েক পরেই অবশিষ্ট ভারতীয় একাদশের (Rest of India) বিরুদ্ধে মধ্যপ্রদেশ ইরানি ট্রফির ম্যাচ খেলত নামবে। সেই ম্যাচের আগে সরফরাজ সুস্থ হয়ে উঠতে পারবেন না। তাই চোটের কারণেই ইরানি ট্রফি (Irani Cup 2023) থেকে দুর্ভাগ্যবশত ছিটকেই যেতে হল মুম্বইয়ের তারকা ব্যাটারকে। চোট লাগায় রবিবার, ২৬ জানুয়ারি ইডেনে ব্যাটই করতে নামেননি সরফরাজ।


প্রসঙ্গত, এ বারের রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছেছিল মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা দল। ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে পরাজয়ে রঞ্জি জেতার স্বপ্নভঙ্গ হলেও, বাংলা দলের একাধিক তারকা নিজেদের পারফরম্যান্সে প্রভাবিত করেছিলেন। এবার তাঁর সুফলও পেলেন তাঁরা। এক দুই নয়, চারজন বাংলা ক্রিকেটার ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারতীয় একাদশ দলে সুযোগ পেয়েছেন। দলের দুই টপ অর্ডার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি রয়েছেন অবশিষ্ট একাদশের ১৬ জনের দলে। পাশাপাশি দুই তারকা বোলার মুকেশ কুমার ও আকাশ দীপও রয়েছেন দলে। কর্ণাটকের তারকা ব্যাটার ময়ঙ্ক অগ্রবালকে অবশিষ্ট ভারতীয় একাদশকে ইরানি ট্রফিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।