ChatGPT Effect: চ্যাটজিপিটি আসার পর থেকেই এই আশঙ্কায় ধুঁকছে বিশ্ব। অত্যাধুনিক এই কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ কেড়ে নেবে চাকরি , অন্তত তেমনই আতঙ্ক তৈরি হয়েছে শিল্পক্ষেত্রে। ভারতেও ইতিমধ্যেই এই আতঙ্ক গ্রাস করেছে কর্মীদের। যদিও এই নিয়ে ভিন্নমত পোষণ করেছে টেকনো জায়ান্ট টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS)।
OpenAI ChatGPT: সাম্প্রতিক বছরগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা দ্রুত উন্নত হয়েছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে লাখ লাখ মানুষ বেকার হবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। মাইক্রোসফটের জেনারেটিভ এআই চ্যাটজিপিটি এই আলোচনায় আরও ইন্ধন জুগিয়েছে। যদিও ভারতীয় আইটি সংস্থা টিসিএস মনে করে, চ্যাটজিপিটি মানুষের চাকরির ক্ষেত্রে কোনও বিশেষ বাধা হবে না।
ChatGPT Effect: ব্যবসায়িক মডেলে কোনও পরিবর্তন হবে না
টিসিএস-এর মতে, ChatGPT-এর মতো জেনারেটিভ এআই মানুষের চাকরি খাওয়ার পরিবর্তে সহকর্মী হিসেবে কাজ করবে। এই বিষয়ে সংস্থার প্রধান এইচআর মিলিন্দ লাক্কাদ জানিয়েছেন, এই জাতীয় প্রযুক্তি উত্পাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করবে। তবে তারা সংস্থাগুলির ব্যবসায়িক মডেলে পরিবর্তন করবে না।
TCS On ChatGPT: সহকর্মীর মতো কাজ করবে চ্যাটজিপিটি
TCS CHRO বলেছেন, ''জেনারেটিভ এআই হবে একজন সহকর্মীর মতো। গ্রাহকদের প্রসঙ্গ বুঝতেও এই প্রযুক্তির সময় লাগবে। এই কারণে চ্যাটজিপিটি কারও চাকরি খাবে না। তবে এই ক্ষেত্রে চাকরির সংজ্ঞা বদলে যেতে পারে। যেকোনও কাজ সম্পাদন করার সময় শিল্পক্ষেত্র ও গ্রাহকদের প্রয়োজনের ভিত্তিতে চাকরি তৈরি হবে। AI সহকর্মীর মতো মানুষকে কাজে সাহায্য করবে।''
ChatGPT Effect: এটা চাকরির জন্য হুমকি
প্রকৃতপক্ষে, ChatGPT-র মতো AI প্ল্যাটফর্মগুলি নিমেষে অনেকগুলি প্রোগ্রামিংয়ে কাজ করতে সক্ষম। যা করতে একজন মানুষের গড়ে ঘণ্টা বা একদিন সময় লাগবে। এই কারণে চ্য়াটজিপিটি নিয়ে আশঙ্কা বেড়েছে। এই AI প্ল্যাটফর্মগুলি প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি ঘটানোয় আইটি সংস্থাগুলিতে ভারী ছাঁটাই হচ্ছে বলে মনে করছেন অনেকেই।
UPSC Exam: বিশ্বের তাবড় পরীক্ষায় উতরে গেলেও ভারতের পরীক্ষায় ফেল করল চ্যাটজিপিটি (ChatGPT)। ইউপিএসসি (UPSC)সিভিল সার্ভিস পরীক্ষায় প্রাথমিক স্তরই অতিক্রম করতে পারল না দুনিয়া দাপানো এই অ্যাপ। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এই কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপের কাছে রয়েছে সব প্রশ্নের উত্তর। আগামী দিনে এই 'মুশকিল আসান' অ্যাপের চাকরি যাবে বহু মানুষের।
আরও পড়ুন: Gautam Adani: বিশ্বের ধনীদের তালিকায় তিন থেকে তিরিশে আদানি, ১২ লক্ষ কোটির ক্ষতি