কলকাতা: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত হল। রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে দুই রানে হারে এশিয়ার সুপার ফোরে পৌঁছল শ্রীলঙ্কা। এক নজরে খেলার সব খবর।


বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা


বিশ্বকাপের (ODI World Cup 2023) জন্য ১৫ সদস্যের ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা হয়ে গেল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে দেশের মাটিতে এই টুর্নামেন্টে খেলতে নামবে টিম ইন্ডিয়া। রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। এছাড়া ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদবও। শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলও (K L Rahul) জায়গা পেয়েছেন। তবে সুযোগ পাননি সঞ্জু স্যামসন। ওয়ান ডে ফর্ম্যাটে ভাল গড় থাকা সত্ত্বেও সুযোগ পাননি এই ডানহাতি উইকেটকিপার ব্যাটার। 


অন্য়দিকে বোলিং ডিপার্টমেন্টে স্পিন বিভাগেও চাহাল ও অশ্বিনকে টেক্কা দিয়েছেন কুলদীপ যাদব। অভিজ্ঞতার বিচারে অশ্বিন অনেক এগিয়ে থাকলেও সীমিত ওভারের ফর্ম্যাটে বিগত কয়েক বছরে ধারাবাহিক নন তিনি। অন্য়দিকে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে চাহালের থেকে অনেকটাই এগিয়ে কুলদীপ। তাই তাঁকে দলে রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারে বিরাট, রোহিত, শ্রেয়স, কে এল রাহুল ছাড়াও সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে পারফরম্যান্স একদমই ভাল নয় সূর্যর। তিনি আদৌ সুযোগ পাবেন কি না তা নিয়েও সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত মুম্বইয়ের ডানহাতি ব্যাটারের ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা।


শ্রীলঙ্কার দুরন্ত জয়


তীরে এসে তরী ডুবল। এই প্রবাদবাক্যটার আজকের শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যােচের জন্য যেন একেবারে উপযুক্ত। এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছনোর জন্য ৩৭.১ ওভারে ২৯২ রান তুলতে হত আফগানিস্তানকে। একসময় সেই লক্ষ্যের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল আফগানরা। ১০ বলে প্রয়োজন ছিল ১৬ রানের। হাতে ছিল তিন উইকেট। তবে পরপর উইকেট হারিয়ে শেষমেশ ৩৭.৪ ওভারে ২৮৯ রানেই অল আউট হয়ে গেল আফগানরা। দুই রানে জয় পেল শ্রীলঙ্কা। মহম্মদ নবি আফগানিস্তানের ওয়ান ডে ইতিহাসের দ্রুততম অর্ধশতরান (২৪ বলে) করেও দল জেতাতে পারলেন না।


সুপার ফোরে ফিরছেন লিটন


ভাইরাল জ্বরের জন্য ছিটকে গিয়েছিলেন এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে। তবে সুপার ফোরের ম্যাচগুলোর জন্য বাংলাদেশ স্কোয়াডে ফের ফিরছেন লিটন দাস। শ্রীলঙ্কায় বাংলাদেশ দল পৌঁছানোর পরই লিটনের ভাইরাল জ্বর হয়। এরপরই স্কোয়াডের বাইরে রাখা হয় তাঁকে। তবে বিসিবির মেডিক্যাল বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে লিটন দাস এখন একেবারে সুস্থ হয়ে উঠেছে ও তিনি দলের সঙ্গে কথা বলছেন।


উল্লেখ্য, অফগানিস্তানের বিরুদ্ধে ৮৯ রানের বিশাল ব্যবধানে জয়ের সঙ্গে সঙ্গেই সুপার ফোরে জায়গা পাকা করে নিয়েছে শাকিব আল হাসানের দল। যদিও এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছিল টাইগারদের। বিসিবির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''বাংলাদেশের এশিয়া কাপ দলে কয়েকজনের চোটের সমস্যা রয়েছে। আমাদের সেই মত দল তৈরি করতে হয়েছে। বিসিবির মেডিক্য়াল টিমের পক্ষ থেকে লিটনের স্বাস্থ্যের রিপোর্ট চাওয়া হয়েছিল। লিটন এখন একদম সুস্থ আছে। ওকে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য পাকিস্তান পাঠানো হচ্ছে।''


ফিট রাহুল


দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলে (Indian Cricket Team) ফিরতে চলেছেন কেএল রাহুল (KL Rahul)। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের আগে তিনি সম্পূর্ণ ফিট। রবিবার, ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে হয়তো ভারতীয় একাদশে খেলতেও দেখা যাবে তাঁকে। চোট সারিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কর্মীদের ধন্যবাদ জানালেন ভারতের তারকা কিপার-ব্যাটার।


নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিসিসিআই ও এনসিকে ধন্যবাদ জানিয়ে রাহুল লেখেন, 'বিগত কয়েক মাসের সফরটা আমার জন্য ভীষণই চ্যালেঞ্জিং ছিল, যা আমায় অনেক কিছু শিখিয়েছে। নীতিন স্যার, যোগেশ স্যার, ধনঞ্জয় ভাই, শালিনী ও এনসিএ-র সকলকে আমায় ফিট করার জন্য তাঁরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। লন্ডনের ওয়েলিংটন হাসপাতাল ও ডাক্তার রাহুল পটেলকে আমার অস্ত্রোপ্রচারের করার জন্য ধন্যবাদ। সবশেষে বিসিসিআইকে সবসময় আমার পাশে থাকার জন্য ও আমার উপর আস্থা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ।'


এলসির চোট


 ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup 2023) হারের পর ফের বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। লাল-হলুদ ডিফেন্ডার জর্ডন এলসি (Jordan Elsy) চোট পেয়ে ছিটকে গেলেন কয়েক মাসের জন্য। গত রবিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের (East Bengal) রক্ষণ আগলানোর দায়িত্বে ছিলেন জর্ডন। কিন্তু ম্যাচের ৩৫ মিনিটের মাথায় হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।


তাঁর পরিবর্তে নামেন হোসে পার্দো। ম্যাচের শেষে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও বলেছিলেন, জর্ডনের চোট গুরুতর বলেই মনে হচ্ছে। সোমবার ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, বেশ কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে এই সময়ে ক্লাব তাঁকে সবরকম ভাবে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ম্যাচের আগের দিন মায়ের হাতের রান্না চাই-ই, কলকাতার মিষ্টি দই চেখে দেখতে চান প্রজ্ঞাননন্দ