কলকাতা: আইপিএলের দামামা বেজে গেল। আগামীকাল কলকাতায় পা রাখছেন কেকেআরের ক্রিকেটাররা। আসছেন রিঙ্কু, রানারা। দিল্লির প্রস্তুতিতে যোগ দিলেন ঋষভ পন্থ। আইপিএলের থেকে সরে দাঁড়ালেন হ্যারি ব্রুক। দিনের সেরা খেলার খবরের এক ঝলক -
কলকাতায় পা রাখছেন রিঙ্কুরা
বেজে গেল আইপিএলের (IPL 2024) দামামা। শহরে চলে আসছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) ক্রিকেটারেরা। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে প্রস্তুতিতে নেমে পড়ছেন রিঙ্কু সিংহ, নীতীশ রানারা। শীঘ্রই সেই প্রস্তুতি শিবিরে যোগ দেবেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। তবে অধিনায়ককে শুরুর দিকে পাচ্ছে না নাইট শিবির। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলছেন শ্রেয়স। সেই ম্যাচ শেষ হলে তবে কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক। সেই কারণে প্রস্তুতি শিবিরের শুরুর দিকে হয়তো থাকছেন না শ্রেয়স।
সরে দাঁড়ালেন হ্যারি ব্রুক
আইপিএল (Tata IPL 2024) থেকে নাম তুলে নিলেন হ্যারি ব্রুক (Harry Brook)। গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছিলেন ইংল্যান্ডের এই তরুণ ব্যাটার। এবার নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাঁকে দলে নিয়েছিল ৪ কোটি টাকা অর্থের বিনিময়ে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন ইংল্যান্ড ব্যাটার। এখনও পর্যন্ত তাঁর পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করেনি দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
পন্থের প্রত্যাবর্তন
২৬ বছরের ক্রিকেটার পেশাদার ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো নিয়ে উচ্ছ্বসিত। বলেছেন, 'আমার সঙ্গে যা কিছু ঘটেছে তারপর যে ফের ক্রিকেট খেলতে পারছি সেটাকে অলৌকিক কাণ্ড মনে হচ্ছে। আমার সমস্ত ভক্ত ও শুভান্যুধায়ীদের ধন্যবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ড ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সদস্যদের কাছেও আমি কৃতজ্ঞ। সকলের ভালবাসা ও সমর্থন আমাকে মাঠে ফিরতে সাহায্য করেছে।'
বাগানের বড় জয়
সেই দুই দল, কেরালা ব্লাস্টার্স ও মোহনবাগানের দ্বৈরথ। ফের সাত গোলের ফোয়ারা দেখল কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে, যেমন দেখেছিল গত আইএসএল মরশুমে। সে বার ৫-২-এ ম্যাচ জিতে কলকাতায় ফিরেছিল সবুজ-মেরুন ব্রিগেড, এ বারও জয়ের হাসি মুখে নিয়েই মাঠ ছাড়ল তারা। স্কোরলাইনটা অবশ্য একটু বদলে গেল। বুধবার ৪-৩-এ জিতে লিগ টেবলের দুই নম্বরে রয়ে গেল তারা। গোল পার্থক্যের বিচারে মুম্বই সিটি এফসি-ই এক নম্বরে থাকল।
সিংহাসনে অশ্বিন
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একশো টেস্ট খেলার মাইলফলকও স্পর্শ করেছেন তামিলনাড়ুর অফস্পিনার। আর শততম টেস্ট ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন অশ্বিন। তারপরই টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন অশ্বিন। অশ্বিন সিংহাসনচ্যুত করলেন স্বদেশীয় যশপ্রীত বুমরাকে। এই নিয়ে ষষ্ঠবার তিনি বোলারদের তালিকার শীর্ষে উঠে এলেন। ২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসি বোলারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন তিনি।