কলকাতা: লড়াই করেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের হার। লাল কার্ড দেখে রেগে আগুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক নজরে খেলার সব খবর।
সানরাইজার্সের জয়
মঙ্গলবার আইপিএলের (IPL 2024) মঞ্চ ফের একবার এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হয়ে থাকল। পাঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে দুই রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ (PBKS vs SRH)। শশাঙ্ক সিংহ (Shashank Singh) এবং আশুতোষ শর্মার (Ashutosh Sharma) দুরন্ত লড়াইও কাজে দিল না। শেষ ওভারে ২৬ রান উঠলেও হারতেই হল পাঞ্জাব। ১৮৩ রান তাড়া করতে নেমে ১৮০/৬ থামল পাঞ্জাবের লড়াই। শশাঙ্ক ৪৬ ও আশুতোষ ৩৩ রানে অপরাজিত থাকলেন।
রেফারির দিকে তেড়ে গেলেন রোনাল্ডো!
বিতর্ক ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যেন একে অপরের পিছুই ছাড়তে চায় না। মতান্তরে বিশ্বের সর্বকালের সর্বসেরা ফুটবলার ফের একবার বিতর্কে জড়ালেন। সৌদির সুপার কাপের (Saudi Super Cup) সেমিফাইনাল ম্যাচে তাঁর দল তো হারলই, লাল কার্ডও দেখতে হল তাঁকে।
আল হিলাল বনাম আল নাসরের (Al Hilal vs Al Nassr) ম্যাচের ৮৬তম মিনিটে প্রতিপক্ষের ফুটবলার আলি আল বুলায়িকে গুঁতো মেরে লাল কার্ড দেখেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লাল কার্ড দেখায় স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন রোনাল্ডো। সেই পরিস্থিতি এরপর মাথা ঠিক রাখতে না পেরে এক সময় রেফারিকেও ঘুষি মারার ইঙ্গিত দেখান। এই দুই ঘটনার ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রোনাল্ডোর রেফারিকে মারতে যাওয়ার ঘটনাটির জন্য মূলত সমালোচনার শিকার হন পর্তুগিজ কিংবদন্তি।
পাকিস্তান দলে আমির, ইমাদ
গত মাসেই পাকিস্তানের (Pakistan Cricket Team) দুই তারকা ক্রিকেটার পুনরায় জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছিলেন। অবসর ভেঙে ফিরে এসেছিলেন ইমাদ ওয়াসিম (Imad Wasim)। ফের একবার জাতীয় দলে খেলতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মহম্মদ আমির (Mohammad Amir)। দুই তারকাই আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ়ের জন্য (PAK vs NZ) পাকিস্তানের দলে ফিরলেন।
১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ঘরের মাঠেই কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে পাকিস্তান। সেই সিরিজ়ের জন্য আজই পাকিস্তান দলের ঘোষণা করা হয়েছে। সেই ১৭ জনের দলে জায়গা করে নিয়েছেন আমির এবং ওয়াসিম, দুইজনেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং ফাস্ট বোলার মহম্মদ আমিরও দলে সুযোগ পেয়েছেন। দুই অভিজ্ঞ ক্রিকেটারই গত মাসে অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে জাতীয় দলের জন্য নিজেদের উপলব্ধ করেন।'
অধিনায়কত্বের পূর্বাভাস
চলতি আইপিএল (IPL 2024) শুরুর ঠিক আগেরদিন হঠাৎ করেই ধোনির চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সকলকে জানানো হয়। রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) তিনি নেতৃত্ব হস্তান্তর করেন। তবে রুতুরাজ নিজেই জানান যে হঠাৎ করে নয়, তিনি যে পরবর্তী সিএসকে অধিনায়ক হতে পারেন, তার পূর্বাভাস ধোনি বহু আগেই তাঁকে দিয়ে রেখেছিলেন।
২০২২ সালের শুরুতেও ধোনি একবার সিএসকে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেইবার রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু দল তেমন সাফল্য না পাওয়ায় জাডেজা নিজেই মাঝমরশুমে ফের একবার ধোনিকে নেতৃত্বের দায়ভার তুলে দেওয়া হয়। সেই মরশুমেই নাকি রুতুরাজকে তাঁর অধিনায়ক হওয়ার পূর্বাভাস দিয়ে রেখেছিলেন ধোনি। কেকেআরের বিরুদ্ধে জয়ের পর সোমবারই সেই ঘটনার স্মৃতচারণ করলেন সিএসকে অধিনায়ক।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রুতুরাজ বলেন, 'এত বড় বিষয়টা নিয়েও কিন্তু আমাদের মধ্যে খুব গভীর কোনও আলোচনা হয়েছিল তেমনটা নয়। আমরা তখন অনুশীলন করছিলাম, যখন ওঁ আমায় এসে এটি বিষয়টি জানান। আমি নিশ্চিত যে সকলেই মনে করেন আমার জন্য এই কাজটা বিরাট চ্যালেঞ্জিং। তবে কাউকে অনুকরণ করে নয়, আমি নিজের মতো করে নেতৃত্ব দিয়ে দলের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই। ২০২২ সালে ওঁ আমায় আভাস দিয়েছিলেন যে হয়তো পরের বছর নয়, তবে তুমি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পার। তাই তৈরি থেকো। তারপর থেকে আমি প্রস্তুতই ছিলাম। এটা তো আমার জন্য নতুন কিছু নয়।'
ওল্ড বাট গোল্ড
একজন ৩৬ পেরিয়েছেন। একজন ৪৪ পেরিয়েছেন। একজন বিশ্ব টেনিসে সিঙ্গলসে এক নম্বর তারকা। একজন বিশ্ব টেনিসে ডাবলসে শীর্ষস্থানাধিকারী। কেরিয়ারের শেষ লগ্নে এসে এখনও কোর্টে দাপট দেখিয়ে যাচ্ছেন নোভাক জকোভিচ (Novak Djokovic) ও রোহন বোপান্না (Rohan Bopanna)। এবার ২ কিংবদন্তি একফ্রেমে এলেন। হাসিঠাট্টা চলল, আড্ডা চলল। আর একে অপরের কাঁধে হাত রেখে জোকার বলে দিলেন, ''আমরা ওল্ড, কিন্তু আমরাই গোল্ড।"
গত রবিবারই ফেডেরার টেক্কা দিয়েছেন জোকার। তিনিই বর্তমানে প্রবীণতম টেনিস প্লেয়ার হিসেবে বিশ্বের ১ নম্বর স্থান দখলের কৃতিত্ব অর্জন করলেন। অন্যদিকে ডাবলসে এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর ভারতের রোহন বোপান্না। দু কিংবদন্তি সাক্ষাতে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন। জকোভিচ বলেন, ''আমার মনে হয় এটা ভারসাম্য়াযুক্ত নয়। আমাদের বয়সটা ৫০-৫০ বলার মতও নয়। তবে এটুকু বলতে পারি আমরা খুবই শক্তিশালী হয়ে উঠছি আরও।'' এরপরই সার্বিয়ান টেনিস তারকা আরও বলেন, ''অভিজ্ঞতা অবশ্যই একটা সম্পদ। কিন্তু আমি মনে করি প্রতিটা দিন খেলার প্রতি যে অদম্য ইচ্ছাশক্তি আমাদের, তা আমাদের এখনও ভাল ফল করতে রসদ জোগায়। প্রতিটা দিন নতুন করে শুরু করি আমরা। রোহনের সঙ্গে এতগুলো বছর ট্যুর করেছি। আমি দেখেছ জিমে ঘণ্টার পর ঘণ্টা কীভাবে ও পরিশ্রম করে। এটা দারুণ একটা মুহূর্ত যে টেনিসের সিঙ্গলস ও ডাবলসে প্রবীণতম প্লেয়ার হিসেবে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছি আমরা।'' ২৪ গ্র্যান্ডস্লামের মালিক ভারতের মাটিতে এসে রোহনের সঙ্গে টেনিস খেলার ইচ্ছে প্রকাশও করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: লক্ষ্য আইএসএলের প্লে-অফ, পাঞ্জাবকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে পারবে ইস্টবেঙ্গল?