কলকাতা: মঙ্গলবার ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনালি দিন। যেদিন ফুটবল হোক বা ক্রিকেট, দাপট চলল ভারতীয়দের। কেমন কাটল খেলার মাঠের সারাদিন?


প্রোটিয়া-বধ


মরণ-বাঁচন ম্যাচে যেন জেগে উঠলেন ভারতীয় ক্রিকেটারেরা (Team India)। ব্যাটে ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়দের পর বল হাতে দাপট দেখালেন হর্ষল পটেল, যুজবেন্দ্র চাহাল। হর্ষল নিলেন ৪ উইকেট। মাত্র ২৫ রানের বিনিময়ে। ২০ রানে ৩ উইকেট চাহালের। ভারতের ১৭৯/৫ তাড়া করতে নেমে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-২ করলেন ঋষভ পন্থরা (Rishabh Pant)।


সুনীলদের বিরাট জয়


মঙ্গলবার তখন ঝড়-বৃষ্টি আছড়ে পড়েছে শহরে। বৃষ্টিভেজা যুবভারতী স্টেডিয়ামে ঝড় তুললেন ভারতীয় ফুটবলাররা। হংকংকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের দাপট দেখাল ভারতীয় দল (India vs Hong Kong)। ম্যাচের আগেই জানা হয়ে গিয়েছিল যে, এএফসি এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা পেয়ে গিয়েছে ভারত। তারপরেও হংকংকে বিধ্বস্ত করে মাঠ ছাড়লেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)।


ম্যাচের মাত্র দুই মিনিটেই আনোয়ার আলি গোল করে ভারতকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান সুনীল ছেত্রী। এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৮৪তম গোল। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের আগে সুনীল জানিয়েছিলেন, জয়ই তাঁর ও দলের একমাত্র লক্ষ্য। হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই ভারত পরের বছরের এশিয়া কাপের খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছিল। ভারতীয় কোচ ইগর স্টিমাচ তাঁকে বিশ্রামের ইঙ্গিত দিয়েছিলেন। তবে ম্যাচে শুরু থেকেই মাঠে নামেন সুনীল। আর মাঠে নেমেই আরও এক নজির গড়ে ফেললেন তিনি। ম্যাচের ৪৫ তম মিনিটে গোল করলেন সুনীল।


এই গোলের সুবাদে কিংবদন্তি হাঙ্গেরির ফরওয়ার্ড ফ্রাঙ্ক পুসকাসের আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর সামনে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৭ গোল), আলি দাই (১০৯ গোল), মোক্তার দাহারি (৮৯ গোল) ও লিওনেল মেসি (৮৬ গোল)। 


রঞ্জি আপডেট


কে আর জানত যে, রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে বাংলা শিবিরের নাভিশ্বাস তুলে দেবেন কোনও এক হিমাংশু মন্ত্রী (Himanshu Mantri)। মঙ্গলবারের আগে পর্যন্ত যিনি সাকুল্যে ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এবং সব মিলিয়ে করেছেন ১৬১ রান। সেই মন্ত্রীই এদিন বাংলার বোলারদের প্রাণ ওষ্ঠাগত করে দিলেন। ইনিংস ওপেন করতে নেমে প্রথম দিনের শেষে ১৩৪ রানে ক্রিজে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার। রঞ্জি ট্রফির সেমিফাইনালে প্রথম দিনের শেষে বাংলার বিরুদ্ধে মধ্যপ্রদেশ (Bengal vs MP) তুলল ২৭১/৬।


মন্ত্রীর সঙ্গে যোগ্য সঙ্গত করলেন আরেক নবাগত। অক্ষত রঘুবংশী। ৮১ বলে যিনি ৬৩ রান করলেন। মুকেশ কুমারের বলে হাঁটু গেড়ে বসে আপার কাট করে এমন বাউন্ডারি মারলেন যে, হতবাক হয়ে চেয়ে রইলেন ফিল্ডাররাও।


রেকর্ড আয়


আইপিএলে (IPL) নতুন এক দিশা তৈরি হয়ে গেল। কারণ, টিভি সম্প্রচারের স্বত্বের চেয়েও বেশি দামে বিক্রি হল আইপিএলের ডিজিটাল স্বত্ব। যার দর শুনলে চমকে উঠবেন।


মঙ্গলবার বিকেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন, ২৩,৫৭৫ কোটি টাকার বিনিময়ে আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে স্টার স্পোর্টস। যাদের হাতে আইপিএলের টিভি স্বত্ব ছিলই। তবে ইতিহাস তৈরি হয়েছে অন্য় মঞ্চে। কারণ, ২৩,৭৫৮ কোটি টাকার বিনিময়ে আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে ভায়াকম ১৮।


আরও পড়ুন: ৩০ পেরিয়ে যাওয়ার পর অনবদ্য কীর্তির মালিক হলেন অ্যান্ডারসন