কলকাতা: এজবাস্টনে ভারতের ইনিংসকে টানলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেঞ্চুরি করার পথে ভাঙলেন একাধিক নজির। খেলার দুনিয়ায় সারাদিন কী হল ?


পন্থ একাই একশো


ব্যাট হাতে তিনি ধারাবাহিকতা দেখাতে পারেন না বলে অনেকে অভিযোগ করেন। কেউ কেউ এ-ও বলেন যে, তাঁকে নিয়ে অহেতুক নাচানাচি করা হয়। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো কিংবদন্তিরা বারবার তাঁর হয়ে জোরাল সওয়াল করেছেন।


কেন সৌরভের মতো জহুরিরা তাঁকে নিয়ে এত আশাবাদী, ফের একবার প্রমাণ করে দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ঝোড়ো সেঞ্চুরি করলেন পন্থ। বিদেশের মাটিতে টেস্টে চাপের মুখে বড় ইনিংস খেলাকে যিনি অভ্যাসে পরিণত করেছেন। ৮৯ বলে সেঞ্চুরি করলেন পন্থ। তাঁর ইনিংস লড়াইয়ে রাখল ভারতকেও (Ind vs Eng)।


শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। একে রোহিত শর্মা, কে এল রাহুলরা নেই। তার ওপর ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। বল হাতে আগুন ঝরাচ্ছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসরা। ক্রিজে গিয়ে পাল্টা মারের কৌশল নেন পন্থ। আগ্রাসী ব্যাটিং যাঁর স্বভাবজাত। 


উল্লাস দ্রাবিড়ের


স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) বলে শর্ট আর্ম পুল করেই রান নিতে দৌড়লেন তিনি। ডিপ ফাইন লেগ থেকে বল ফেরত আসার আগেই দুরানের জন্য মরিয়া ডাইভ। সঠিক সময়ে ক্রিজে পৌঁছে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই সঙ্গে পূর্ণ হয়ে গেল তাঁর সেঞ্চুরি। মাত্র ৮৯ বলে। সেঞ্চুরি করে দলকে বিপন্মুক্ত করলেন পন্থ।


কতটা গুরুত্বপূর্ণ পন্থের শুক্রবারের ইনিংস। একটা ছবি থেকেই তা পরিষ্কার হয়ে যাবে। পন্থের সেঞ্চুরি সম্পূর্ণ হতেই ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) দেখা গেল এজবাস্টনের ড্রেসিংরুমের ব্যালকনিতে দুহাত তুলে হুঙ্কার দিতে। দ্রাবিড়, যিনি নিজের কেরিয়ারে শত সাফল্যেও সংযত থাকতেন, কোচ হিসাবে উল্লাসে ফেটে পড়লেন। যা দেখে অনেকে হতবাক। দ্রাবিড়কে কোনওদিন এত আবেগে ফেটে পড়তে দেখা গিয়েছে কি না, সেটাও মনে করতে পারছেন না কেউ।


বৈদ্যের দ্বারস্থ ধোনি


হাঁটুর ব্যথায় কাবু মহেন্দ্র সিংহ ধোনি? চিকিৎসা করাতে তিনি যাচ্ছেন বৈদ্যের কাছে?


বিস্ময়কর শোনালেও, এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে শুক্রবার। জানা গিয়েছে, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) আজকাল হাঁটুর ব্যথায় (Knee Pain) ভুগছেন এবং চিকিৎসার জন্য গ্রামের এক বৈদ্যের কাছে যাচ্ছেন। এই বৈদ্য রাঁচির (Ranchi) একটি প্রত্যন্ত গ্রামে গাছের নিচে বসে রোগী দেখেন।


কপিলকে পেরলেন লায়ন


শেন ওয়ার্নের পর তিনিই কি অস্ট্রেলিয়ার (Australia) সর্বকালের দ্বিতীয় সেরা স্পিনার? সেই আলোচনা আরও উস্কে দিলেন নাথান লায়ন (Nathan Lyon)। শুক্রবার কপিল দেবের (Kapil Dev) রেকর্ড ভেঙে দিলেন লায়ন। টেস্টে ৪৩৬ উইকেট হয়ে গেল অজি স্পিনারের।


গলে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিলেন লায়ন। টেস্টে সর্বকালের সেরা দশ উইকেটশিকারিদের তালিকায় ঢুকে পড়লেন তিনি। যে তালিকায় রয়েছেন মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্ন, অনিল কুম্বলের মতো কিংবদন্তিরা। 


কাউন্টিতে ক্রুণাল


শুক্রবার থেকে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রীত বুমরা-রা (Jasprit Bumrah)। সেই এজবাস্টনই এবার ঘরের মাট হতে চলেছে ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya)!


কীভাবে?


কারণ ওয়ারউইকশায়ার (Warwickshire) ওয়ান ডে চ্যাম্পিয়নশিপের জন্য সই করিয়েছে বঢোদরার অলরাউন্ডারকে। ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ারের ঘরের মাঠ এজবাস্টনই।


আরও পড়ুন: দুর্গাপুজোর পরই শুরু আইএসএল? বৈঠকে কী ইঙ্গিত?