কলকাতা : কাশফুলে শরতের হাওয়া লাগতে এখনও বাকি৷ কিন্তু চিরাচরিত প্রথা মেনে রথের দিনে কলকাতার একাধিক দুর্গাপুজোর খুঁটিপুজো হল সাড়ম্বরে৷


নাকতলা উদয়ন সঙ্ঘ- মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসেবে পরিচিত নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজোর এবার ৩৮ বছর। রথের দিন রীতি মেনে হল খুঁটিপুজো। যদিও খুঁটি পুজোয় দেখা যায়নি শিল্পমন্ত্রীকে। 


চেতলা অগ্রণী ক্লাব- শুক্রবার সাড়ম্বরে অনুষ্ঠিত হল চেতলা অগ্রণী ক্লাবের দুর্গোত্সবের খুঁটিপুজো৷ এই বছরে পুজো পা দিল ৩০তম বর্ষে৷ খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।  


হিন্দুস্থান ক্লাব- গত ৮ বছর ধরে গড়িয়াহাটের হিন্দুস্থান ক্লাবের পুজোর দায়িত্বে সামলান পাড়ার মহিলারা।  এই ক্লাবের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৬০ বছরের পুজো আজ খুঁটিপুজো হল। গামছা দিয়ে তৈরি করা হয় প্রতীকী রথ। উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের পুজোর থিম দ্বেষ নয়, মনে দেশ।


শ্রীভূমি স্পোর্টিং ক্লাব- দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো হিসেবে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এবছর ৫০ বছরে পা দিল। খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার ভ্যাটিক্যান সিটির আদলে তৈরি হবে মণ্ডপ। 


সন্তোষ মিত্র স্কোয়ার- সন্তোষমিত্র স্কোয়ারের পুজো এবার ৮৭ বছরে পা দিল। এদিন এখানেও খুঁটি পুজো করা হয়।এবার এখানের থিমে ফুটে উঠবে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন। 


মুদিয়ালি ক্লাব- কলকাতার নামী দুর্গাপুজোর মধ্যে উল্লেখযোগ্য মুদিয়ালি ক্লাব। রথযাত্রার দিন খুঁটিপুজো করলের এই ক্লাবের সদস্যরাও। 


বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি- এবার ৯৫ বছরে পা রাখল বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব। রথযাত্রার সন্ধেয় খুঁটিপুজো করেন উদ্যোক্তারা। 


বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশন- রথযাত্রার দিনেই খুঁটিপুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশন। ৭৩ তম বর্ষে এবার তাদের থিম অন্তহীন। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ তারক সিংহ, ১১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর-সহ অন্যান্যরা। 


আরও পড়ুন- টানা ২ বছর পর রথযাত্রায় ফিরল চেনা ছবি, কলকাতা থেকে জেলা, উৎসবে মাতলেন সাধারণ মানুষ