মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগেই ভারতীয় শিবিরে ধাক্কা করোনা আক্রান্ত রোহিত শর্মা। রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ। ইউএস ওপেনে নেই নোভাক জকোভিচ। আয়ারল্য়ান্ড বধ ভারতের। জেনে নিন আজকের খেলার গুরুত্বপূর্ণ খবরগুলো।


প্রথম টি-টোয়েন্টিতে জয় ভারতের


আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় ভারতের। ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল হার্দিকের দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ১২ ওভার করে দেওয়া হয়। প্রথমে ব্য়াট করে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান বোর্ডে তুলে নেয় আয়ারল্যান্ড। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।


করোনা আক্রান্ত রোহিত শর্মা


করোনা আক্রান্ত অধিনায়ক রোহিত শর্মা। র‍্যাপিড অ্যান্টিজেন (Rapid Antigen) টেস্টে তিনি করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। আজ রবিবার, তাঁর আরটিপিসিআর (RT-PCR) পরীক্ষা করা হবে। আপাতত তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত টিম হোটেলে আইসোলেশনে (Isolation) রয়েছেন রোহিত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (Cricket Board) তরফ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। শনিবার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে রোহিতের কোভিড ধরা পড়ে।


মুম্বই বধ করে রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ


প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল মধ্যপ্রদেশ (Madhya pradesh)। টুর্নামেন্টের ফাইনালে (Final) মুম্বইকে (Mumbai) ৬ উইকেট হারিয়ে খেতাব ঘরে তুলল মধ্যপ্রদেশ। ২৩ বছর আগে ১৯৯৮-৯৯ সালে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার রঞ্জির ফাইনালে (Ranji Trophy Final) পৌঁছেছিল মধ্যপ্রদেশ। সেবার কর্ণাটকের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা। সেই দলের অধিনায়ক চন্দ্রকান্ত পণ্ডিত সেবার পারেননি। কিন্তু এবার কোচ হিসেবে রঞ্জি ট্রফি চ্য়াম্পিয়ন করলেন দলকে। 


ইউ এস ওপেনে নেই জকোভিচ


অস্ট্রেলিয়ার মাটিতে ভ্যাকসিন বিতর্কের পরও করোনার ভ্যাকসিন নেননি জকোভিচ। কোভিড নিয়ে কোনও বিধিনিষেধ সেভাবে না থাকায় অল ইংল্য়ান্ড ক্লাবের কোর্টে নামতে পারবেন সার্বিয়ান তারকা। তবে ইউ এস ওপেনে ভ্যাকসিন না নিলে অংশ নেওয়া যাবে না। এই নিয়ে জকোভিচকে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে টুর্নামেন্টে তিনি অংশ নিচ্ছেন না।