কলকাতা: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের। ২ ম্যাচের সিরিজ হোয়াইটওয়াশ করল হার্দিক বাহিনী। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যানের অবসর। দেখে নিন আজকের খেলার মাঠের গুরুত্বপূর্ণ খবরগুলো -


সিরিজ জয় ভারতের


প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও আয়ারল্যান্ডকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। আইরিশদের ৪ রানে হারিয়ে দিল হার্দিক পাণ্ড্যর দল। প্রথমে ব্য়াট করতে নেমে প্রথম ম্য়াচ জিতে সিরিজে এগিয়ে ছিল ভারতই। এবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেমে রেকর্ড পার্টনাশিপ গড়লেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও দীপক হুডা (Deepak Hodda)। জুটিতে ১৭৬ রান বোর্ডে যোগ করলেন দুজনে। নিজের আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) কেরিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকালেন দীপক হুডা। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন সঞ্জু স্যামসনও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২২৭ রান তুলে নিল ভারত। জবাবে রান তাড়া করতে নেমে ৪ রান দূরেই থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস। 


অবসর মর্গ্যানের


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান। গতকালই শোনা গিয়েছিল যে মঙ্গলবারই হয়ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মর্গ্যান। সেই সম্ভাবনাই সত্যি হল। আইসিসির (ICC) তরফেরও সোশ্য়াল মিডিয়ায় মর্গ্যানের অবসরের সিদ্ধান্তের খবরে পোস্ট করে তাতে সিলমোহর দেওয়া হয়েছে। 


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে ভারত


অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বছরের শেষে টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপের আসর বসতে চলেছে। আর এরপরই নিউজিল্য়ান্ডের (New zeland) মাটিতে সীমিত ওভারের ফর্ম্য়াটে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) খেলতে যাবে রোহিত বাহিনী। নিউজিল্য়ান্ড ক্রিকেট দলের তরফে টি-টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ ও তিনটি ওয়ান ডে ম্য়াচে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া।


করোনা হানায় উইম্বলডন শেষ বেরেত্তিনির


উইম্বলডন শুরুর আগেই ছিটকে গেলেন মাত্তেও বেরেত্তিনি। ইতালির এই তরুণ ব্যাডমিন্টন তারকা গতবার রানার্স আপ হয়েছিলেন। কিন্তু এবার করোনা আক্রান্ত হওয়ার জন্য টুর্নামেন্টে নামতে পারছেন না অষ্টম বাছাই বেরেত্তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করেছেন ইতালীয় টেনিস তারকা।