অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অ্যাপ বানানো হয়েছে। আর তার মাধ্যমেই বেআইনিভাবে সম্প্রচার করা হচ্ছিল একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার চ্যানেলের (Channel) কনটেন্ট। শুধু তাই নয়। পাকিস্তানের একাধিক চ্যানেলের কনটেন্টও রয়েছে সেখানে। গোটাটাই চলছিল হ্যাকিংয়ের মাধ্যমে। অবশেষে একটি দেশের প্রথম সারির একটি চ্যানেল সংস্থার অভিযোগ পয়ে তদন্তে নামে পুলিশ। সেই তদন্তের ভিত্তিতেই গ্রেফতার (Arrest) করা হল এক যুবককে। আলিপুরদুয়ারের (Alipurduar) ঘটনা। আলিপুরদুয়ারের অসম সীমান্তের বারোবিশা থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। তাঁর বিরুদ্ধে আইটি এবং কপিরাইট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। ধৃতের নাম সুদীপ সূত্রধর। বয়স বছর কুড়ি।
কী অভিযোগ:
সম্প্রতি, আলিপুরদুয়ার জেলা সাইবার ক্রাইমে একটি জাতীয় টিভি চ্যানেলের তরফে অভিযোগ করা হয়। সংস্থার অভিযোগ, প্রায় মাস দুয়েক ধরে তাদের বিভিন্ন চ্যানেলের লিঙ্ক হ্যাক করে একটি অ্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে। শুধু ভারত নয়, পাকিস্তানের একাধিক চ্যানেলও একই প্রক্রিয়ায় হ্যাক করে বেআইনি ভাবে তৈরি ওই অ্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে। তার জন্য অ্যাপের গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২৫ টাকা করে সাবস্ক্রিপশন ফি। এই কাজের ফলে তাদের আর্থিকভাবে বিপুল ক্ষতির সামনে পড়তে হচ্ছে বলে অভিযোগ করে ওই টিভি চ্যানেল সংস্থাটি। তারপরেই তদন্তে নামে আলিপুরদুয়ার পুলিশ। আইপি অ্যাড্রেসের সূত্র ধরে, আলিপুরদুয়ারের বারোবিশা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, 'অভিযোগের ভিত্তিতে বারোবিশা থেকে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনে যুবকের দক্ষতাকে ভালো কাজে লাগানো যায় কি না, ভাবা হচ্ছে।' ধৃত যুবক সুদীপ সূত্রধর বলেন, 'আমার এই বিষয়ে নলেজ থাকায় করে ফেলেছি। কোডিং জানা আছে।' কিন্তু ওই যুবক কীভাবে এই কাজ শিখলেন তা নিয়ে তদন্ত করছে পুলিশ।