কলকাতা: বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ভারতের (Indian Cricket Team)। আফগানিস্তানের (Afganistan Cricket Team) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল রোহিত ব্রিগেড। দুরন্ত শতরান হাঁকালেন হিটম্যান। অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচে স্কোয়াডে মার্কাস স্টােইনিস।
ভারতের জয় আফগানদের বিরুদ্ধে
আফগানস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের। ২৭৩ রান তাড়া করতে নেমে ১৫ ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন রোহিত শর্মা। একাই ১৩১ রানের ইনিংস খেললেন। অস্ট্রেলিয়া ম্যাচের পর আফগানিস্তানের বিরুদ্ধেও অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি। এই ম্যাচ জয়ের ফলে পরপর ২ ম্যাচে বিশ্বকাপে জয় পেল ভারতীয় দল। লক্ষ্য ছিল ২৭৩। আগের ম্য়াচে ওপেনিং জুটি ফ্লপ করেছিল। গিল না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত-ঈশান জুটি। এই জুটিই সেদিন ব্য়র্থ হলেও এদিন ওপেনিং পার্টনারশিপে ১৫৬ রান তোলে ভারত। ঈশান ৪৭ রানে ফিরে গেলেও রোহিতকে থামাতে পারেননি আফগান বোলাররা। বিধ্বংসী মেজাজে অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করে মাত্র ৬৩ বলে শতরান পূরণ করেন ভারত অধিনায়ক।
পাক ম্য়াচেও নেই গিল?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। বিশ্বকাপে এখনও পর্যন্ত অভিষেক হয়নি শুভমন গিলের (Subhman Gill)। অস্ট্রেলিয়ার (Australia) পর আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে ম্যাচেও মাঠের বাইরেই থাকতে হয়েছে ডানহাতি তরুণ এই ভারতীয় ওপেনারকে। আগামী ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচেও খুব সম্ভবত থাকছেন না গিল। তবে আজই আমদাবাদ পৌঁছনোর কথা তরুণ এই ব্যাটারের। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''গিল এখন একদম সুস্থ রয়েছেন। বুধবারই চেন্নাই থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিচ্ছে সে। তবে বৃহস্পতিবার মোতেরাতে গিল আদৌ অনুশীলন সারবেন কি না তা এখনও বলা সম্ভব নয়। দ্রুত শারীরিকভাবে ফিট হয়ে উঠছে গিল। তবে পাকিস্তানের বিরুদ্ধে ওকে পাওয়া যাবে কি না তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।''
ভারত-পাক ম্যাচের প্রচারে টাইগার থ্রি
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম মুখ তিনি। সলমন খান। যাঁর 'এক থা টাইগার' ও 'টাইগার জ়িন্দা হ্যায়' জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। সলমন খানের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। কারণ, দীপাবলিতে আসছে টাইগার সিরিজের তৃতীয় ছবি - টাইগার থ্রি। আর সেই সিনেমার প্রচারের জন্য ওয়ান ডে বিশ্বকাপকে বেছে নিল প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস।
রেকর্ড রোহিতের ব্যাটে
নিজের ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩১ তম শতরান হাঁকিয়ে ফেললেন রোহিত এদিন। টপকে গেলেন রিকি পন্টিংকে। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক ৩০টি সেঞ্চুরির মালিক ওয়ান ডে ফর্ম্যাটে। রোহিত এখন শুধুমাত্র সচিন ও বিরাটের পরই জায়গা করে নিয়েছেন। সচিনের ঝুলিতে ৪৯টি ও বিরাটের ঝুলিতে ৪৭টি শতরান রয়েছে। বিশ্বকাপের মঞ্চে এটি ছিল রোহিতের সপ্তম শতরান। ২০১৫ বিশ্বকাপে একটি শতরান করেছিলেন। গত বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে হাঁকিয়েছিলেন পাঁচটি সেঞ্চুরি। যা কোনও একটি বিশ্বকাপের আসরে যে কোনও ব্যাটারের হাঁকানো সর্বাধিক সেঞ্চুরি ছিল। এবার আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। মোট সংখ্যা ৭। টুর্নামেন্টের ইতিহাসে যে কোনও ব্যাটারের সর্বাধিক ব্যক্তিগত সেঞ্চুরি। এই তালিকায় সচিন তেন্ডুলকর ৬টি শতরান করে এতদিন শীর্ষে ছিলেন। এদিন মাত্র ৬৩ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছন রোহিত। আর তার সঙ্গে সঙ্গেই ভারতীয় ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিকও হয়ে গেলেন ডানহাতি এই ব্যাটার। রোহিত এদিন টেক্কা দিলেন ক্রিস গেলকেও। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৫৩টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন ইউনিভার্সাল বস ক্রিস গেল। তাঁকেও টেক্কা দিয়ে হিটম্যান এখন সবার আগে এই তালিকায়। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১৩১ রানের ইনিংস খেলার পর রোহিতের ঝুলিতে বর্তমানে ৫৫৬টি ছক্কা।