নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। তাঁর মতে, বিশ্ব ডোপ-বিরোধী সংস্থাকেই (ওয়াডা) এ বিষয়ে বিসিসিআই-এর সঙ্গে বোঝাপড়া করতে হবে। সেই বোঝাপড়ার ভিত্তিতেই জাতীয় ডোপ-বিরোধী সংস্থা (নাডা) ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে পারে।


ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষার আওতায় আনার জন্য নাডা-র উপর চাপ বাড়াচ্ছে ওয়াডা। যদিও বিসিসিআই নাডা-র আওতায় আসতে নারাজ। এ মাসের ৮ তারিখ নাডা প্রধান নবীন অগ্রবালকে চিঠি দিয়ে বিসিসিআই সিইও রাহুল জোহরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিসিসিআই যেহেতু জাতীয় ক্রীড়া সংস্থা নয়, তাই নাডা-র ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষার প্রয়োজন নেই। বিসিসিআই অন্য একটি সংস্থার মাধ্যমে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করায়। সেই ব্যবস্থা যথেষ্ট উন্নত।

এ বিষয়ে রাঠৌরের বক্তব্য, ‘ক্রিকেটাররা বাইরের সংস্থাকে দিয়ে ডোপ পরীক্ষা করানোয় আমি খুশি। কিন্তু যখন দেশের বাকি সব ক্রীড়া সংস্থা এবং অন্য দেশের ক্রীড়া সংস্থাগুলিও নাডা-র উপর ভরসা করছে, তখন ক্রিকেটারদেরও সেটা করা উচিত। তবে এটা ওয়াডা-র বিষয়। আইসিসি ওয়াডা-র আওতায় আছে। তাই ওয়াডা-কেই ক্রিকেটারদের ডোপ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।’

ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের কাছে খেলোয়াড়, কোচ ও দর্শকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনও খেলোয়াড় ডোপিং করলে দর্শকদের সঙ্গে প্রতারণা করা হয়। তাই সব ক্রীড়া সংস্থাকেই ডোপিং রোখার জন্য ব্যবস্থা নিতে হবে। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়।’