কার্ণি সেনার হুমকি, এফআইআর করলেন রাখি সাবন্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Nov 2017 12:34 PM (IST)
মুম্বই: পদ্মাবতীকে সমর্থন করার জন্য কার্ণি সেনা হুমকি দিয়েছে তাঁকে। অভিযোগ করলেন রাখি সাবন্ত। এ ব্যাপারে কার্ণি সেনার বিরুদ্ধে এফআইআরও করেছেন তিনি। একটি ভিডিও প্রকাশ করে রাখি বলেন, তিনি পদ্মাবতী মুক্তির পক্ষে। সঞ্জয় লীলা বনশালী ও ছবির অভিনেতা অভিনেত্রীদের সমর্থন করেন তিনি। অভিযোগ, এরপর কার্ণি সেনা মুখে কালি মাখিয়ে দেওয়া হবে বলে তাঁকে হুমকি দেয়। রাখি আরও অভিযোগ করেছেন, তিনি নিয়মিত হুমকি ফোন পাচ্ছেন, কার্ণি সেনা সদস্যরা নাকি আপত্তিকর মন্তব্য করছেন তাঁর প্রতি। এ নিয়ে পুলিশে এফআইআরও করেছেন রাখি। তিনি বলেছেন, মুম্বই পুলিশের ওপর তাঁর পুরো ভরসা রয়েছে, তারা নিশ্চয়ই তাঁকে এই সব হুমকি থেকে রক্ষা করবে।