কোচি: বিগ বস ১২ চলাকালীন যাঁকে বোন বলেছিলেন, সেই দীপিকা কাকরের সঙ্গে আর কোনও যোগাযোগ নেই শান্তাকুমারন শ্রীসন্তের। কেরলের এই পেসার নিজেই এ কথা জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভে বলেছেন, ‘দীপিকাজির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। তাঁর সঙ্গে ছাড়া বাকি সবার সঙ্গে যোগাযোগ আছে। আমার মেয়ে সানবিকার জন্মদিনে তাঁকে নিমন্ত্রণ করেছিলাম। আমার মেয়ে বলেছিল, পিসিকে ডাকো। কিন্তু তিনি ছাড়া বাকি সবাই এসেছিল। ফলে আমাদের সম্মানে আঘাত লেগেছে। আমার কাছে সবচেয়ে বড় উপহার হল সম্মান। সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বিগ বস চলাকালীন বাকি সবার সঙ্গে সমস্যা তৈরি হলেও, দীপিকার সঙ্গে শ্রীসন্তের সম্পর্ক ভাল ছিল। গোটা শোয়েই তাঁরা একে অপরের পাশে ছিলেন। শ্রীসন্তকে ভাই বলতেন দীপিকা। পাল্টা তাঁকে আবার বোন বলতেন এই ক্রিকেটার। তাঁরা সারাজীবন এই সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দীপিকাকে আনফলো করে দেন শ্রীসন্তের স্ত্রী ভুবনেশ্বরী। তখনই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এবার শ্রীসন্ত নিজেই সে বিষয়ে খোলসা করলেন।
মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে আসেননি, দীপিকা কাকরের সঙ্গে আর কোনও যোগাযোগ নেই, জানালেন শ্রীসন্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2020 08:46 PM (IST)
বিগ বস চলাকালীন বাকি সবার সঙ্গে সমস্যা তৈরি হলেও, দীপিকার সঙ্গে শ্রীসন্তের সম্পর্ক ভাল ছিল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -