যখন সচিনের মুখে নিজের নাম শুনে চোখে জল চলে এসেছিল শ্রীসন্তের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2018 05:48 PM (IST)
মুম্বই: টেলিভিশন শো বিগ বস-এ অংশগ্রহণ করেছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার শ্রীসন্ত। কিন্তু প্রথম একমাস বিগ বসের ঘরে ক্রিকেট নিয়ে সে রকম কোনও কথা বলতে শোনা যায়নি তাঁকে। কিন্তু অবশেষে ক্রিকেট নিয়ে কথা বললেন তিনি। বিগ বস-এর এপিসোজে শ্রীসন্তকে অনুপ জলোটার সঙ্গে কথা বলতে গিয়ে সচিন তেন্ডুলকরের প্রতি নিজের কৃতজ্ঞতার কথা জানিয়েছেন। টি ২০ এবং একদিনের ক্রিকেটে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শ্রীসন্ত। তিনি এমন একটি ঘটনার কথা জানিয়েছেন, যা অনুরাগীরা এর আগে জানতেন না। শ্রীসন্ত জানিয়েছেন, ২০১১-র বিশ্বকাপ জয়ের পর সচিন তাঁর নাম উল্লেখ করায় তিনি আবেগবিহ্বল হয়ে পড়েছিলেন। শ্রীসন্ত বলেছেন, ২০১১-র বিশ্বকাপের ১-২ বছর পর একটি সাক্ষাত্কার চলছিল। সাক্ষাতকারগ্রহণকারী সমস্ত খেলোয়াড়দের নাম উল্লেখ করেন।কিন্তু তাঁর নাম উল্লেখ করেননি। সাক্ষাত্কারের একেবারে শেষ পর্বে সচিন শ্রীসন্তের নাম উল্লেখ করেন। তিনি বলেছেন, দলে শ্রীসন্তও ছিল, ও দারুণ খেলেছিল। সচিনের মুখে এই প্রশংসা পেয়ে তাঁর চোখে জল চলে এসেছিল বলে জানিয়েছেন শ্রীসন্ত। উল্লেখ্য, ৩৫ বছরের এই ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিসিআই। ২০১৩-র আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীসন্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চহ্বানকে গ্রেফতার করা হয়েছিল। গত বছর কেরল হাইকোর্ট শ্রীসন্তের ওপর আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। কিন্তু পরে হাইকোর্টের একটি বেঞ্চ এই নিষেধাজ্ঞা বহাল রাখে।