নয়াদিল্লি: ২০১৩ সালে আইপিএল-এ স্পট-ফিক্সিংকাণ্ডে জড়িয়ে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হওয়া পেসার শান্তাকুমার শ্রীশান্ত ফের মাঠে ফিরতে পারেন। আগামী বছরের এপ্রিলে স্কটল্যান্ড ক্রিকেট লিগে খেলতে দেখা যেতে পারে কেরলের এই ক্রিকেটারকে। শ্রীশান্ত নিজেই এই ইঙ্গিত দিয়েছেন।

স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে জেলে যেতে হয়েছিল শ্রীশান্তকে। ছাড়া পেয়ে তিনি এখন চলচ্চিত্রে অভিনয় করছেন। ফেসবুকে আসন্ন ছবি ‘টিম ৫’-এর প্রচার করার সময় ভক্তদের প্রশ্নের জবাবে শ্রীশান্ত বলেছেন, তিনি স্কটল্যান্ডে খেলতে যেতে পারেন।

ভারতের হয়ে ২৭টি টেস্ট এবং ৫৩টি একদিনের ম্যাচ খেলেছেন শ্রীশান্ত। ২০০৭ সালের টি-২০ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জেতা ভারতীয় দলের সদস্য ছিলেন এই পেসার। আদালত তাঁকে রেহাই দিলেও, বিসিসিআই এখনও নির্বাসন তুলে নেয়নি। ফলে সাড়ে তিন বছর ক্রিকেটের বাইরে থাকা শ্রীশান্ত কীভাবে খেলায় ফিরবেন, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।