হায়দরাবাদ: আইপিলে ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু সেই দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারই আর দলের সঙ্গে নেই। আসন্ন মরসুমে কেন উইলিয়ামসনের নেতৃত্বে আইপিএলে খেলতে নামবে অরেঞ্জ আর্মি। সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রথম ম্যাচে খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আগামী ২৯ তারিখ পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে ২ দল। এক নজরে দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দরাবাদের এবারের সূচির দিকে -


২৯ মার্চ


প্রতিপক্ষ: রাজস্থান রয়্যালস, সময় : সন্ধে ৭.৩০


৪ এপ্রিল


প্রতিপক্ষ: লখনউ সুপার জায়ান্টস, সময়: সন্ধে ৭.৩০


৯ এপ্রিল


প্রতিপক্ষ: চেন্নাই সুপার কিংস, সময়: বিকেল ৩.৩০


১১ এপ্রিল


প্রতিপক্ষ: গুজরাত টাইটান্স, সময়: সন্ধে ৭.৩০


১৫ এপ্রিল


প্রতিপক্ষ: কলকাতা নাইট রাইডার্স, সময়: সন্ধে ৭.৩০


১৭ এপ্রিল


প্রতিপক্ষ: পঞ্জাব কিংস, সময়: বিকেল ৩.৩০


২৩ এপ্রিল


প্রতিপক্ষ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সময়: সন্ধে ৭.৩০


২৭ এপ্রিল


প্রতিপক্ষ: গুজরাত টাইটান্স, সময়: সন্ধে ৭.৩০


১ মে


প্রতিপক্ষ: চেন্নাই সুপার কিংস, সময়: সন্ধে ৭.৩০


৫ মে


প্রতিপক্ষ: দিল্লি ক্যাপিটালস, সময়: সন্ধে ৭.৩০


৮ মে


প্রতিপক্ষ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সময়: বিকেল ৩.৩০


১৪ মে


প্রতিপক্ষ: কলকাতা নাইট রাডার্স, সময়: সন্ধে ৭.৩০


১৭ মে


প্রতিপক্ষ: মুম্বই ইন্ডিয়ান্স, সময়: সন্ধে ৭.৩০


২২ মে


প্রতিপক্ষ: পঞ্জাব কিংস, সময়: সন্ধে ৭.৩০



এ বারের আইপিএল-এ দু’টি গ্রুপ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপারজায়ান্টস। অন্য গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’টি ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপে একটি দলের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। কলকাতা দু’টি করে ম্যাচ খেলবে তার গ্রুপে থাকা মুম্বই, দিল্লি, রাজস্থান এবং লখনউয়ের বিরুদ্ধে। অন্য গ্রুপে হায়দরাবাদের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে কেকেআর। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে কলকাতা।