দুবাই: উত্তেজক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে ঘুরে দাঁড়াল চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএল-এ নিজেদের অষ্টম ম্যাচে তৃতীয় জয় পেল মহেন্দ্র সিংহ ধোনির দল। চেন্নাইয়ের ৬ উইকেটে ১৬৭ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করেই থেমে গেল হায়দরাবাদ। এই জয়ের ফলে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এলে চেন্নাই। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট থাকলেও, রান রেটে এগিয়ে থাকায় ৫ নম্বরে হায়দরাবাদ।


আজ আইপিএল-এর ২৯-তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ধোনি। তাঁর দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শেন ওয়াটসন। ৪১ রান করেন অম্বাতি রায়াডু। ওপেনার স্যাম কারান ৩১ রান করেন। ধোনি নিজে ১৩ বলে ২১ রান করেন। রবীন্দ্র জাডেজা ১০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। হায়দরাবাদের হয়ে দু’টি করে উইকেট নেন সন্দীপ শর্মা, খলিল আহমেদ ও টি নটরাজন।

রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভাল করতে পারেনি হায়দরাবাদ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৯ রান করেই ফিরে যান। অপর ওপেনার জনি বেয়ারস্টো করেন ২৩ রান। তিন নম্বরে নামা মণীশ পাণ্ডে করেন ৪ রান। তাঁকে রান আউট করে দেন ডোয়েন ব্র্যাভো। লড়াই করেন চার নম্বরে নামা কেন উইলিয়ামসন (৩৯ বলে ৫৭)। তিনি ফিরে যাওয়ার পরেই হায়দরাবাদের জয়ের আশা শেষ হয়ে যায়। প্রিয়ম গর্গ (১৬), বিজয় শঙ্কর (১২), রশিদ খানরা (১৪) দলকে ভরসা দিতে পারেননি।

চেন্নাইয়ের হয়ে দু’টি করে উইকেট নেন কর্ণ শর্মা ও ব্র্যাভো। একটি করে উইকেট নেন কারান, জাডেজা ও শার্দুল ঠাকুর।