সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:  কার্ড ক্লোন কিংবা ওটিপি হাতিয়ে এটিএমে প্রতারণার ছক এখন পুরনো। মেশিন ভেঙেও নয়, এবার এটিএমের মধ্যেই গোপন কুঠুরি করে টাকা লুঠ!হুগলির উত্তরপাড়ায় সিসি ক্যামেরাবন্দি গোটা ঘটনা!

পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার বেশ কয়েকজন অভিযোগ করেন, উত্তরপাড়া কলেজ মোড়ে বেসরকারি ব্যাঙ্কের এই এটিএমে ডেবিট কার্ড পাঞ্চ করলেও টাকা বেরোচ্ছিল না। অথচ আশ্চর্যজনকভাবে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছিল টাকা! অভিযোগ পেয়ে এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।

দেখা যায়, নীল জামা পরা এই ব্যক্তি, এটিএম কাউন্টারে ঢুকে টাকা তোলার অছিলায় এটিএমের নীচের দিকে ঢাকনা খুলে সেখানে ভিতর থেকে টাকা বেরনোর জায়গায় একটি প্লেট সেঁটে দিয়ে চলে গেল!

এর ফলে কোনও গ্রাহক ডেবিট কার্ড পাঞ্চ করে যাবতীয় পদ্ধতি অনুযায়ী, টাকা তোলার চেষ্টা করলেও, যেহেতু এটিএম থেকে টাকা বেরনোর জায়গাটি প্লেট দিয়ে আটকানো, ফলে, সেই প্লেটে ধাক্কা খেয়ে টাকা না বেরিয়ে এটিএমের ভিতরেই থেকে যাচ্ছে।পরে সুযোগ বুঝে আরেকজন এসে এটিএম থেকে সেই প্লেট-সহ টাকা নিয়ে চলে যায়।অভিনব কায়দায় এটিএম থেকে টাকা লুঠের কৌশল ধরা পড়লেও, দুষ্কৃতীরা এখনও অধরা। এই ঘটনার আতঙ্কিত গ্রাহকরা।

প্রাথমিক তদন্তে অনুমান, এর নেপথ্যে রয়েছে নতুন কোনও বড়সড় গ্যাং রয়ছে। কিন্তু, তারা কারা? খতিয়ে দেখছে পুলিশ।