SRH vs DC, IPL 2023 Live: ঘরের মাঠে হার হায়দরাবাদের, রুদ্ধশ্বাস ম্যাচে ৭ রানে জয়ী দিল্লি

IPL 2023, Match 34, SRH vs DC: দশ দলের টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে এক দলের অবস্থান ৯। আরেক দলের ১০।

ABP Ananda Last Updated: 24 Apr 2023 11:20 PM

প্রেক্ষাপট

হায়দরাবাদ: দশ দলের টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে এক দলের অবস্থান ৯। আরেক দলের ১০। সোমবার আইপিএলে (IPL 2023) মুখোমুখি সেই সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ও দিল্লি ক্যাপিটালস (DC)। ৬ ম্যাচের দুটিতে জিতে ৪...More

IPL Live: রুদ্ধশ্বাস ম্যাচ ৭ রানে জিতে নিল দিল্লি ক্যাপিটালস

১৩৭/৬ স্কোরে আটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ। রুদ্ধশ্বাস ম্যাচ ৭ রানে জিতে নিল দিল্লি ক্যাপিটালস।