পয়েন্ট তালিকায় এখন চার নম্বরে কেকেআর। আট ম্যাচে মর্গ্যানদের পয়েন্ট আট। ঠিক পরের ধাপেই হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের দল ৮ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। ফলে আজকের ম্যাচ দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। দু’দলেই একঝাঁক তরুণ ক্রিকেটার। তবে দু’দলই ধারাবাহিকতার অভাবে ভুগছে। সেটাই মর্গ্যান, ওয়ার্নারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কলকাতার নতুন অধিনায়ক অবশ্য প্রথম থেকেই ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর থেকে ব্যাটে-বলে ভাল পারফরম্যান্স দেখিয়ে চলেছেন প্যাট কামিন্সও। শুবমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, শিবম মাভিরা ধারাবাহিকভাবে ভাল খেলতে পারছেন না।
অন্যদিকে, হায়দরাবাদের প্রধান ভরসা দুই ওপেনার ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। কেন উইলিয়ামসনও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। মণীশ পাণ্ডে, প্রিয়ম গর্গ, রশিদ খান, সন্দীপ শর্মা, খলিল আহমেদ, টি নটরাজনরাও দলের ভরসা।