SRH vs LSG, IPL 2023 Live: এক ওভারেই ম্যাচের মোড় ঘুরল! সানরাইজার্সকে ৭ উইকেটে হারাল লখনউ

IPL 2023, Match 58, SRH vs LSG: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুইবার মুখোমুখি লড়াইয়ে দুইবারই জিতেছে লখনউ।

ABP Ananda Last Updated: 13 May 2023 07:21 PM

প্রেক্ষাপট

হায়দরাবাদ: একদিকে মরণ-বাঁচন পরিস্থিতি। এক ম্যাচ হারলেই প্লে অফের দৌড় থেকে বিদায়ঘণ্টা বেজে যাওয়া। অন্যদিকে আট দিনে চার ম্যাচের ধকল। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টস (SRH vs LSG) ম্যাচের আগে...More

SRH vs LSG Live Score: দুরন্ত জয়

মাত্র ১৩ বলে অপরাজিত ৪৪ রানের বিধ্বংসী ইনিংসে লখনউকে সাত উইকেটে দুরন্ত জয় এনে দিলেন নিকোলাস পুরান। চার বল বাকি থাকতেই ১৮৩ রানের লক্ষ্যে পৌঁছে গেল লখনউ।