SRH vs RR LIVE Score: ৭২ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিল রাজস্থান

SRH vs RR IPL 2023 LIVE Score Updates: মুখোমুখি সাক্ষাৎকারে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস উভয় দলই আটটি করে ম্যাচ জিতেছে।

ABP Ananda Last Updated: 02 Apr 2023 07:27 PM

প্রেক্ষাপট

হায়দরাবাদ: আইপিএলের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস(Sunrisers Hyderabad vs Rajasthan Royals)। আইপিএলের (IPL 2023) প্রথম মরসুমেই প্রয়াত শেন ওয়ার্নের  নেতৃত্বে খেতাব ঘরে তুলেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু এরপর...More

SRH vs RR Score Updates: ৭২ রানে জয় রাজস্থানের

৭২ রানে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ।