কলম্বো: পাকিস্তানে সীমিত ওভারের সিরিজের জন্য দল পাঠালেও, ভবিষ্যতে টেস্ট সফরের জন্য দল পাঠাবে কি না, সেটা নিয়ে সংশয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কারণ, পাকিস্তানে নিরাপত্তার বাড়াবাড়ি অসহ্য লাগছিল বলে জানিয়েছেন খোদ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। তাঁর মন্তব্য, পাকিস্তান সফরে টেস্ট দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলতে হবে।


২০০৯ সালে টিম বাসে জঙ্গি হামলার এক দশক পর সম্প্রতি পাকিস্তান সফরে যায় শ্রীলঙ্কা। একদিনের সিরিজে ০-২ হেরে গেলেও, টি-২০ সিরিজ ৩-০ জিতেছে শ্রীলঙ্কা দল। এই সফরের বিষয়ে শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিলভা বলেছেন, ‘খেলোয়াড়দের হোটেলবন্দি অবস্থায় থাকতে হয়েছিল। তিন-চারদিন হোটেলে থেকে আমারই অসহ্য লাগছিল। টেস্ট সিরিজে এর কী প্রভাব পড়বে, সে বিষয়ে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। দল পাঠানোয় শ্রীলঙ্কার কাছে কৃতজ্ঞ পাকিস্তান। কিন্তু টেস্ট দল পাঠানোর আগে আমাদের দেখতে হবে, খেলোয়াড়দের পক্ষে টানা পাঁচদিন হোটেলবন্দি হয়ে থাকা সম্ভব কি না।’

পাকিস্তানে নিরাপত্তার বাড়াবাড়ি নিয়ে অসন্তোষ প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেছেন, ‘পাকিস্তানে আধঘণ্টা রাস্তা বন্ধ থাকত। আমাদের সেই সময় যেতে দেওয়া হত না। এই অবস্থায় থাকা মানসিকভাবে কষ্টকর। পাকিস্তান সবসময় আমাদের সাহায্য করেছে। সেই কারণে আমরা ওদের কাছে ঋণী। পাকিস্তানের স্বার্থে আমরা নিরাপত্তার বাড়াবাড়ি সহ্য করেছি। কিন্তু আমরা এটা কতদূর পর্যন্ত মেনে নিতে পারি? পাকিস্তান সফরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে স্ত্রীরা না যাওয়ায় দলগত সংহতি ছিল। অতিরিক্ত স্বাধীনতা খেলোয়াড়দের পক্ষে ভাল নয়। তবে ওদেরও কিছু স্বাভাবিক চাহিদা থাকে। ওদের বাইরে খেতে যাওয়া, কেনাকাটা করার দরকার হয়। ওরা ঘরে বসে থাকতে পারে না। বাইরে বেরিয়ে পৃথিবীটা দেখা দরকার। তাই ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে।’