প্রধানমন্ত্রী লিখেছেন, সমুদ্রতটে হাঁটার সময় সমুদ্রের সঙ্গে কথোপকথনে হারিয়ে যান তিনি। সেই কথাবার্তাই তিনি তুলে ধরেছেন এই কবিতায়। ৮ অনুচ্ছেদের কবিতায় সমুদ্রের সঙ্গে সূর্য ও ঢেউয়ের সম্পর্ক ও যন্ত্রণা বর্ণিত হয়েছে।
এর আগেও কবিতা লিখেছেন প্রধানমন্ত্রী, বইয়ের নাম এ জার্নি।
এর আগে শনিবার সমুদ্রতট থেকে তাঁর আবর্জনা সংগ্রহের একটি ৩ মিনিটের ভিডিও পোস্ট করেন মোদী। সাধারণ মানুষকে অনুরোধ করেন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য।