এর আগেও কবিতা লিখেছেন প্রধানমন্ত্রী, বইয়ের নাম এ জার্নি। এর আগে শনিবার সমুদ্রতট থেকে তাঁর আবর্জনা সংগ্রহের একটি ৩ মিনিটের ভিডিও পোস্ট করেন মোদী। সাধারণ মানুষকে অনুরোধ করেন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। সমুদ্রের সঙ্গে ‘কথোপকথন’ নিয়ে কবিতা লিখলেন প্রধানমন্ত্রী
ABP Ananda, Web Desk | 14 Oct 2019 09:20 AM (IST)
৮ অনুচ্ছেদের কবিতায় সমুদ্রের সঙ্গে সূর্য ও ঢেউয়ের সম্পর্ক ও যন্ত্রণা বর্ণিত হয়েছে।
নয়াদিল্লি: টুইটারে তাঁর লেখা একটি কবিতা শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাবলীপুরম সমুদ্রতটে ভোরবেলা হাঁটার সময় কবিতাটি লিখেছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, সমুদ্রতটে হাঁটার সময় সমুদ্রের সঙ্গে কথোপকথনে হারিয়ে যান তিনি। সেই কথাবার্তাই তিনি তুলে ধরেছেন এই কবিতায়। ৮ অনুচ্ছেদের কবিতায় সমুদ্রের সঙ্গে সূর্য ও ঢেউয়ের সম্পর্ক ও যন্ত্রণা বর্ণিত হয়েছে।