কলম্বো: হালে প্রবল অর্থনৈতিক সঙ্কটের মধ্যে প্রচুর কষ্টে জীবন কাটিয়েছে শ্রীলঙ্কা। তবে রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ের ময়দানে ১১টা খেলোয়াড়ের লড়াই যেন গোটা দেশের যন্ত্রণা অল্প সময়ের জন্য হলেও, সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। ২৩ রানে পাকিস্তানকে রবিবার এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে হারিয়ে ষষ্ঠবারের জন্য এশিয়া কাপ খেতাব জিতে নিয়েছে শ্রীলঙ্কা। দাসুন শনাকার নেতৃত্বাধীন সেই এশিয়াজয়ী শ্রীলঙ্কা দল (Sri Lanka Cricket Team) আজ নিজেদের দেশে ফিরল।
দেশে ফিরলেন শনাকারা
কয়েকদিন আগেও দেশের অর্থনৈতিক সঙ্কটের মাঝে জনজোয়ারে ভেসেছিল কলম্বোর রাস্তাঘাট। আজ, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আবারও সেই কলম্বোর রাস্তায় আমজনতার ভিড়। তবে এই ভিড় প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভের নয়, বরং দেশের নায়কদের এক ঝলক কাছ থেকে দেখতে পাওয়ার। নিজের দেশে ফিরে জনগণের মধ্যে রাস্তায় মাথাখোলা এক দ্বিতল বাসেই শহর ঘুরে এশিয়া কাপ জয় সেলিব্রেট করতে দেখা গেল। দাসুন শনাকা থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা, করুণারত্নে কে ছিলে না সেই খোলা বাস প্যারেডে।
সমর্থকদের ধন্যবাদ
সাধারণ জনগণ, বিভিন্ন অনুষ্ঠান তো হয়ই। লঙ্কান তারকাদের এই ট্রফি প্যারেডে ঝলক মেলে স্কুলের কচিকাচাদেরও। শ্রীলঙ্কান বোর্ডের তরফে দলের এই বিশেষ সফরের নানান ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই তা হু হু করে ভাইরালও বটে। এই প্যারেডে খেলোয়াড়রাও উপস্থিত জনগণকে তাদের সমর্থনের জন্য নিজেদের তরফে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, ফাইনাল জয়ের পর কিন্তু শ্রীলঙ্কান অধিনায় শনাকা চেন্নাই সুপার কিংসের থেকে অনুপ্ররিত হওয়ার কথা জানিয়েছিলেন।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে দাসুন শনাকা বলেন, 'আমাদের মাথায় ২০২১ সালে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস ম্যাচের কথা ঘুরছিল। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল সিএসকে। আমাদের তরুণ বোলাররা সবাই দারুণ কাজ করেছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার পারফরম্যান্স আমাদের দলে আলাদা একটা মাত্রা যোগ করেছে। চামিকা ও ডিডিএস দুর্দান্ত ব্য়াটিং করেছে। শেষ বলে ছক্কা হাঁকানোটাও টার্নিং পয়েন্ট। একজন অধিনায়ক হিসেবে আমাকে তরুণ ক্রিকেটারদের সমর্থন করতেই হবে।'' উল্লেখ্য, ২০২১ সালে আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল। সেবারও দ্বিতীয় ইনিংস ব্যাট করা দল বারবার জয় ছিনিয়ে নিচ্ছিল। কিন্তু ফাইনালে চেন্নাই প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে হারিয়ে দেয়।
আরও পড়ুন: শনাকাদের পাশে দাঁড়িয়ে শ্রীলঙ্কার জাতীয় পতাকা হাতে ছবি তুললেন গম্ভীর