গল: আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রথম টেস্টটি হতে চলেছে গল স্টেডিয়ামে। আর সেই ম্যাচেই এবার প্রয়াত কিংবদন্তী অজি ক্রিকেটার শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে চলেছে লঙ্কা ক্রিকেট অ্য়াসোসিয়েশন। ক্রিকেট শ্রীলঙ্কার (Srilanka Cricket) তরফে এমনই জানানো হয়েছে বিবৃতিতে। 


স্মতি জড়ানো গলেই শ্রদ্ধা জানানো হবে


হঠাৎ এতদিন পরে কেন এই আয়োজন। সেই উত্তরও রয়েছে। উল্লেখ্য, ২০০৪ সালে ভয়াবহ সুনামিতে যখন লণ্ডভণ্ড গল স্টেডিয়াম, গৃহহীন অনেক ক্রিকেট পরিবার, তখন হাজার মাইল পাড়ি দিয়ে সবার আগে সাহায্য নিয়ে হাজির হয়েছিলেন ওয়ার্ন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মোটা অঙ্কের অনুদান দিয়েছিলেন। সেই থেকেই ওয়ার্ন শ্রীলঙ্কার একজন প্রকৃত বন্ধু। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে কিংবদন্তী লেগির। এই গল স্টেডিয়ামেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মালিক হয়েছিলেন ওয়ার্ন। সূত্রের খবর, শ্রীলঙ্কা ক্রিকেট ও সেদেশের ট্যুরিজম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়াত ওয়ার্নের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই বিষয়ে নিশ্চয়তাও দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট।


ক্রিকেট ম্যাচ দেখতে দেখতেই প্রয়াত হয়েছিলেন ওয়ার্ন


তাইল্যান্ডের রিসর্টে যখন আচমকা হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন, তখনও টেলিভিশনে চলছিল ক্রিকেট। অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখছিলেন কিংবদন্তি। তবে তিনি সেই সময় মদ্যপান করে ছিলেন না বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। বরং খোশমেজাজে খেলা দেখছিলেন। রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ডিনার সারতে যাওয়ারও পরিকল্পনা ছিল। জানা গিয়েছে, বন্ধু অ্যান্ড্রু নেওফিটৌ তাঁকে অচেতন অবস্থায় দেখেন। তারপর প্রায় ২০ মিনিট ধরে সিপিআর করেন তিনি। কিন্তু শেষরক্ষা করা যায়নি। আর সাড়া দেননি ওয়ার্ন। তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়ার্ন। সেখান থেকেই তাঁর ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করার জন্য। কিন্তু সব কাজ রইল বাকি। চলে গেলেন কিংবদন্তী।


আরও পড়ুন: ম্যারাথনের ফিনিশিং লাইনেই হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও