ডাবলিন: আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৭ উইকেটে দুরন্ত জয় এসেছে। বল হাতে ১ উইকেট তুলে নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু তার থেকেও বড় কথা অবিশ্বাস্য একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন ভুবি। দ্রুত গতির বোলার হিসেবে নয়, স্য়ুইং বোলার হিসেবেই বিশ্ব চেনে ভুবনেশ্বরকে। কিন্তু এবার না কি গতিতেও সবাইকে টপকে গিয়েছেন এই ডানহাতি পেসার। 


ঘণ্টায় ২০১ কিমি গতিতে বল ভুবির!


টস জিতে গতকালের ম্য়াচে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আয়ারল্যান্ডের হয়ে ওপেনে নেমেছিলেন পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবারিন। প্রথম ওভারে বল করছিলেন ভুবনেশ্বর। নিজের প্রথম বলটি পল স্টার্লিংকে করেছিলেন ভুবি। সেই বলটির স্পিডোমিটার দেখায় যে গতি ছিল ২০১ কিমি/ঘণ্টা। স্টেডিয়ামের দর্শক থেকে শুরু করে টিভিতে যাঁরা ম্যাচের দিকে চোখ রেখেছিলেন তাঁরা সবাই অবাক হয়ে যান এই ছবি দেখে। এমনটাও সম্ভব না কি, তা ভাবিয়ে তোলে সবাইকে। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বলটি করেছিলেন শোয়েব আখতার। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ১৬১.৩ কিমি/ঘণ্টা বেগে বোলিং করেছিলেন শোয়েব। সেক্ষেত্রে ভুবি শোয়েবের রেকর্ড ভেঙে দিয়েছেন, এমনই ভাবছিলেন সবাই। যদিও পুরো বিষয়টাই কিছু টেকনিক্যাল ত্রুটির জন্যই হয়েছে। কারণ এত গতিতে বল করা কোনও মানুষের পক্ষে কখনওই সম্ভব নয়। উল্লেখ্য, পরের বলেই আয়ারল্যান্ডের অধিনায়ক বালবারিনকে বোল্ড করে দেন ভুবনেশ্বর। যদিও প্রথম বলের পর স্পিডোমিটারে ওঠার গতি ও তাঁর ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।


 






 






উল্লেখ্য, প্রথম ম্য়াচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ২ দল।