সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ আনেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড। এর পরিপ্রেক্ষিতে তৃতীয় দিন সকালে মাঠে নামতে অস্বীকার করে শ্রীলঙ্কা দল। অনেক টালবাহানার পর দু’ঘণ্টা দেরিতে শুরু হয় খেলা। ওয়েস্ট ইন্ডিজকে পেনাল্টি হিসেবে পাঁচ রান দেওয়া হয়। এরপর চণ্ডীমালকেও শাস্তি দেওয়ার কথা জানানো হল।
শ্রীলঙ্কা ক্রিকেট অবশ্য খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় যা হয়েছে, তারপর সবাই অতিরিক্ত সতর্ক হয়ে গিয়েছেন। বলের আকার হয়তো নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণে আম্পায়াররা বল বদল করার কথা বলেন। এটি ভালভাবে নেননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা।’