সিডনি: গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) অভিযান শেষ হয়ে গিয়েছে শ্রীলঙ্কার। কিন্তু এবার যৌন নিগ্রহের অভিযোগ উঠল শ্রীলঙ্কারই এক ক্রিকেটারের বিরুদ্ধে। লঙ্কা ব্যাটাকর দানুশকা গুণথিলকাকে সিডনি থেকেই গ্রেফতার করা হয়েছে। এবারের টুর্নামেন্টে মাত্র ১টি ম্যাচই খেলেছেন গুণথিলকা। নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। 


 আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় সত্ত্বেও, সেমিফাইনালের টিকিট পাকা করতে আজ শ্রীলঙ্কার ভরসায় ছিল আয়োজক অস্ট্রেলিয়া (Australia)। তবে এশিয়া কাপ চ্যাম্পিয়নরা পারলেন না। অজিদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড চার উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের টিকিট পাকা করে ফেলল। গ্রুপ ১ থেকে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডই পৌঁছল শেষ চারে। ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন অজিরা। ইংল্যান্ডের হয়ে ক্রিজে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জয় এনে দিলেন বেন স্টোকস। তিনি ৪২ রানে অপরাজিত থাকেন।


এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলের হয়ে ফর্মে থাকা কুশল মেন্ডিস এদিন খুব বেশি রান করতে পারেননি। তিনি মাত্র ১৮ রান করেই সাজঘরে ফেরেন। দলের মিডল অর্ডারেও ভানুকা রাজাপক্ষের ২২ রান বাদে কেউ তেমন রান পাননি। তবে পাথুম নিসাঙ্কা ফের একবার নিজের দক্ষতার পরিচয় দেন। তিনি ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। আগুনে গতিতে ফের একবার বল হাতে নজর কাড়েন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড। তিনি ২৬ রানের বিনিময়ে তিন উইকেট নেন। তবে সেট নিসাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন আদিল রশিদ। তিনি চার ওভারে মাত্র ১৬ রান খরচ করেন।


ওপেনারদের ভাল শুরুর পর শ্রীলঙ্কার স্পিনারদের দাপটে ইংল্যান্ডের মিডল অর্ডার মুখ থুবড়ে পড়ে। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনঞ্জয় ডি সিলভা দুইটি করে উইকেট পান। ইংল্যান্ড মাত্র ৪৪ রানে ছয় উইকেট হারায়। ম্যাচে শ্রীলঙ্কাও শেষের দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটায়। তবে স্টোকস শেষ পর্যন্ত টিকে থেকে দলের জয় সুনিশ্চিত করেন। একমাত্র শ্রীলঙ্কা জিতলেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছতে পারত। তবে ইংল্যান্ড এই ম্যাচ জিতে যাওয়ায় অজিদের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ হল।


আরও পড়ুন: মেলবোর্নে আজ বৃষ্টিই কি তাল কাটবে রোহিতদের ম্যাচে?