কলম্বো: গাড়ি চালানোর সময় এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস। তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি না, সেটা স্পষ্ট নয়।
পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কলম্বোর শহরতলি পানাদুরা অঞ্চলে মেন্ডিসের ধাক্কায় ৬৪ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ক্রিকেটারকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে।
এখনও পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট ম্যাচ, ৭৬টি একদিনের আন্তর্জাতিক এবং ২৬টি টি-২০ ম্যাচ খেলেছেন মেন্ডিস। টেস্টে তাঁর রান ২,৯৯৫। গড় ৩৬.৯৭। একদিনের আন্তর্জাতিকে তাঁর রান ২,১৭৬। গড় ৩০.৫২। টি-২০ আন্তর্জাতিকে তাঁর রান ৪৮৪। এ বছরের মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার ১৬ জনের দলে ছিলেন তিনি। তবে করোনা ভাইরাসের জেরে সেই সিরিজ বাতিল হয়ে যায়। এরপর থেকেই আর কোনও খেলা হয়নি।
শ্রীলঙ্কায় পথ দুর্ঘটনা নিত্য ঘটনা। প্রতি বছর পথ দুর্ঘটনায় তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ২০০৩ সালে গাড়ি চাপা দিয়ে এক মহিলাকে মেরে ফেলার দায়ে চার বছরের কারাদণ্ড হয় প্রাক্তন স্পিনার কুশল লুকারাচ্চির। এবার মেন্ডিসও শাস্তির মুখে পড়তে পারেন। তবে তাঁর বিচার কবে থেকে শুরু হবে এবং কী শাস্তি হতে পারে, সেটা এখনও জানা যায়নি।
শ্রীলঙ্কার ক্রিকেটমহলে এখন ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল নিয়ে আলোচনা চলছে। সেই ম্যাচটি গড়াপেটা হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। অরবিন্দ ডিসিলভা সহ কয়েকজনকে জেরাও করা হয়েছে।
গাড়ি চালিয়ে একজনকে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগ, গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jul 2020 07:17 PM (IST)
২০০৩ সালে গাড়ি চাপা দিয়ে এক মহিলাকে মেরে ফেলার দায়ে চার বছরের কারাদণ্ড হয় প্রাক্তন স্পিনার কুশল লুকারাচ্চির। এবার মেন্ডিসও শাস্তির মুখে পড়তে পারেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -