কলম্বো: ১৩৫ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজে হারের পর ইংল্যান্ড ক্রিকেট দলকে ‘মৃত’ বলে তকমা দিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল শ্রীলঙ্কার ক্রিকেট দলের ক্ষেত্রে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে হারের পর এবার শ্রীলঙ্কার ক্রিকেট দলের মৃত্যু ঘোষণা করল সংবাদমাধ্যম।
রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে চার উইকেটে হেরে গিয়েছে শ্রীলঙ্কা। ১৮ বারের চেষ্টায় এই প্রথম শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ। এরপরেই শ্রীলঙ্কার সংবাদমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। একটি সংবাদপত্রে লেখা হয়েছে, ১৯ মার্চ, ২০১৭ তারিখে শ্রীলঙ্কার ক্রিকেট দলের মৃত্যু হয়েছে। শেষকৃত্যের পর ভস্ম নিয়ে যাওয়া হবে বাংলাদেশে। একটি ব্যঙ্গচিত্রে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি ও ক্রীড়ামন্ত্রী ক্রিকেট দলের মৃতদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্ট ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ১০০-তম টেস্ট ছিল। সেই ম্যাচে অসাধারণ জয় পেয়ে সন্ধিক্ষণটিকে স্মরণীয় করে রেখেছেন শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানরা। এই মুহূর্তটিকে শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটে অন্ধকারতম সময় বলে উল্লেখ করার পাশাপাশি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ দ্বীপরাষ্ট্রের সংবাদমাধ্যম।
বাংলাদেশের কাছে টেস্টে হারের জের, শ্রীলঙ্কার ক্রিকেট দলের মৃত্যু ঘোষণা সংবাদমাধ্যমের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Mar 2017 02:33 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -