মুম্বই: মুম্বইয়ে শাহরুখ খানের বিখ্যাত বাংলো, যা বাণিজ্যনগরীর কয়েকটি দ্রষ্টব্য স্থানের অন্যতম, সেখানে নাকি ভূত রয়েছে। হ্যাঁ ভূত, ঠিকই শুনেছেন, তবে সবচেয়ে অদ্ভূত হল ভূতকে ভয় না পেয়ে, শাহরুখ ‘তাঁকে’ চুম্বন করতে চেয়েছেন। একটু অবাক লাগছে না। আসল বিষয়টা হল অনুষ্কা শর্মার আসন্ন ছবি 'ফিলাউরি'র জন্যে এভাবেই অভিনব প্রচার সারলেন ছবির অভিনেত্রী এবং অন্যতম প্রযোজক।

সম্প্রতি অনুষ্কা ছবিতে তাঁর চরিত্রের নামে হ্যাশট্যাগ #ShashiWasThere ব্যবহার করে ক্যাটরিনার 'শিলা কি জাওয়ানি' গানের দৃশ্য, আমিরের 'পিকে', বা রণবীর কপূরের 'সাওয়ারিয়া'তে উপস্থিত হয়েছেন। এবার বলিউড বাদশার বাড়িতে ভূত হয়ে আবিভূর্ত হলেন শশী ওরফে অনুষ্কা। মন্নতের ভেতরের সেই ভিডিওটিও স্বয়ং শেয়ার করেছেন অনুষ্কা।

মন্নতের ভেতরের সেই ভূতুরে ভিডিওটি শ্যুট করেছেন শাহরুখ স্বয়ং। সেখানে বাদশা নিজে সবাইকে বলছেন, দুনিয়ায় ভূত বলে আসলে কিছু নেই। এটা আসলে মানুষের মনে কুসংস্কার যা তাঁদের এধরনের অশরীরী বিষয়ের প্রতি বিশ্বাস তৈরি করতে বাধ্য করে।

দেখুন বাদশার বাংলো মন্নতের ভেতরের সেই ভিডিওটি