সিডনি: দুরন্ত ছন্দে কিদম্বী শ্রীকান্ত। সিডনিতে রেকর্ড গড়লেন হায়দরাবাদি শাটলার। চিনের শি ইউকি-কে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে উঠলেন শ্রীকান্ত। প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন তারকা হিসেবে পরপর তিনটি সুপার সিরিজ ফাইনালে ওঠার বিরল নজির গড়লেন তিনি।
এর আগে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ান সুপার সিরিজের ফাইনালে উঠেছিলেন শ্রীকান্ত। ইন্দোনেশিয়ায় চ্যাম্পিয়নও হন তিনি। এবার অস্ট্রেলিয়াতেও পদকের হাতছানি। খেতাব থেকে আর মাত্র এক ম্যাচ দূরে শ্রীকান্ত।
আজ সেমি-ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট গেমে হারান শ্রীকান্ত। মাত্র ৩৭ মিনিটের লড়াইয়ে তাঁর জয় ২১-১০, ২১-১৪ গেমে। বিশ্বের তৃতীয় ব্যাডমিন্টন তারকা হিসেবে পরপর তিনটি সুপার সিরিজের ফাইনালে পৌঁছলেন এই হায়দরাবাদি তারকা। ইতিহাস গড়ার পর তাঁর প্রতিক্রিয়া, ‘এটা একটা স্বপ্নের পারফরমেন্স। দু’বছর পর সিঙ্গাপুরে একটা ওয়ার্ল্ড সুপার সিরিজে ফাইনাল খেলেছি। তারপর পরপর আরও দুটো সুপার সিরিজের ফাইনালে ওঠাটা স্বপ্নের সামিল।’
ইতিহাস গড়ে ফেলেছেন শ্রীকান্ত। এবার তিনি আরও একটা ইতিহাসের সামনে। ইন্দোনেশিয়ান সুপার সিরিজের পর এবার কি অস্ট্রেলিয়াতেও শ্রীকান্ত-রাজ? আর একটা ইতিহাস দেখতে চান ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।
অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে শ্রীকান্ত
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jun 2017 06:14 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -