প্যারিস: কিদম্বী শ্রীকান্তের অসাধারণ ফর্ম অব্যাহত। জাপানের কেনতা নিশিমোতোকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেন সুপার সিরিজ জিতলেন তিনি। এটা তাঁর এ বছরের চতুর্থ খেতাব। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ভারতীয় শাটলারের পক্ষে ফল ২১-১৪, ২১-১৩। মাত্র ৩৪ মিনিটেই ম্যাচ জিতে নিয়েছেন তিনি। রবিবারই বেতার অনুষ্ঠান মন কি বাত-এ শ্রীকান্তের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই আরও একটি খেতাব জিতলেন এই শাটলার।


এতদিন সাইনা নেহওয়াল, পিভি সিন্ধুর মতো মহিলা সিঙ্গলস ব্যাডমিন্টন তারকাদের আড়ালে চাপা পড়েছিলেন শ্রীকান্ত। কিন্তু নিজের পারফরম্যান্সের মাধ্যমে তিনি প্রচারের আলোয় চলে এসেছেন। গত সপ্তাহেই ডেনমার্ক ওপেন জেতার পর এবার ফ্রেঞ্চ ওপেনও জিতলেন শ্রীকান্ত। তিনিই বিশ্বের চতুর্থ পুরুষ সিঙ্গলস শাটলার হিসেবে একই বছরে চার বা তার বেশি সুপার সিরিজ খেতাব জিতলেন। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জাপানি প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি শ্রীকান্ত। একপেশে ম্যাচে সহজ জয় পেয়েছেন তিনি। এই শাটলার যে ফর্মে আছেন, তাতে ভবিষ্যতে তিনি আরও সাফল্য পাবেন বলেই আশা করছে ভারতীয় ব্যাডমিন্টন মহল।