লখনউ: শুরুর ধাক্কা সামলে সম্মানজনক স্কোর খাঁড়া করেছিল নেদারল্যান্ডস (Netherlands)। শ্রীলঙ্কার (Srilanka) সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৬৩ রান। এই ম্য়াচের আগে পর্যন্ত একটিও ম্যাচ এবারের বিশ্বকাপে জিততে পারেনি শ্রীলঙ্কা। তাই ম্যাচটি ছিল লঙ্কা ব্রিগেডের কাছে ডু অর ডাই-এর সমান। অবশেষে বিশ্বকাপে প্রথম জয় পেল শ্রীলঙ্কা। ৫ উইকেটে তারা হারিয়ে দিল ডাচদের। আগের ম্যাচে অঘটন ঘটালেও এই ম্যাচে অঘটন ঘটাতে পারলেন না অকারম্য়ান, এডওয়ার্ডসরা। ৪৮. ২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেদারল্যান্ডস।
এদিন রান তাড়া করতে নেমে পাথুম নিশানকা ৫২ রানের ইনিংস খেলেন। তবে কুশল পেরেরা এদিনও ব্যর্থ হন। তিনি মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক কুশল মেন্ডিসও ১১ রানের বেশি করতে পারেননি। নিশানকা ফিরে যাওয়ার পর সাদিরা সমরাবিক্রমা ও চারিথ আসালঙ্কা মিলে দলের স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন। সাদিরা ৭টি বাউন্ডরির সাহায্যে ৯১ রান করে অপরাজিত থেকে যান। অন্যদিকে আসালাঙ্কা ৪৪ রান করেন।নেদারল্যান্ডস বোলারদের মধ্যে সর্বােচ্চ ৩ উইকেট নেন আরিয়ান দত্ত।
নিজেদের গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় চমক দিয়েছিল নেদারল্যান্ডস। এদিনও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নেমেছে ডাচরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে শুরুটা কিন্তু একেবারেই ভালভাবে করতে পারেনি ডাচরা। বিক্রমজিত সিংহকে মাত্র চার রানে সাজঘরে ফিরিয়ে ডাচদের প্রথম ধাক্কাটি দেন কাসুন রাজিথা। ম্যাক্স ও'দউদ এবং কলিন অ্যাকারম্যান পার্টনারশিপ গড়ে ডাচদের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও রাজিথাই যথাক্রমে ১৬ ও ২৯ রানে তাঁদের পরপর ওভারে সাজঘরে ফেরত পাঠান।
ডাচদের টপ অর্ডার যেখানে রাজিখা ধ্বংস করেন, সেখানে মিডল অর্ডারে চিড় ধরান মধুশঙ্কা। বাস ডি লিডে (৬), স্কট এডওয়ার্ডসদের (১৬) ফেরান তিনি। একসময় ৯১ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল ডাচরা। সেখান থেকেই ইনিংসের হাল ধরেন এঙ্গেলব্রেখ্ট ও ভ্যান বিক। দুইজনে দেখেশুনে দলকে দুইশো রানের গণ্ডি পাক করান। এঙ্গেলব্রেখ্ট ৮২ বলে ৭০ রান করেন। ভ্যান বিকের সংগ্রহ ৭৫ বলে ৫৯ রান। ডাচদের লোয়ার অর্ডারে আর কেউ তেমন রান পাননি। ৫০ ওভার শেষ হওয়ার দুই বল বাকি থাকতেই ২৬২ রানে সমাপ্ত হয় ডাচদের ইনিংস।