নয়াদিল্লি: চারশো মিটার দৌড়, রিলে দৌড়, মিক্সড রিলেতে আন্তর্জাতিক পদক জিতেছেন। সেই হিমা দাস (Hima Das) এশিয়ান গেমসে খেলতে পারবেন না। ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মন খারাপ করে দেওয়া খবরটি দিয়েছেন জাতীয় অ্যাথলেটিক্স কোচ রাধাকৃষ্ণণ নায়ার।


ভারতের অ্যাথলেটিক্স দলের কোচ রাধাকৃষ্ণণ নায়ার জানিয়েছেন, এপ্রিল মাসে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হিমা। সেই চোট এখনও সারেনি তাঁর। হ্যামস্ট্রিংয়ে চোট ছাড়াও হিমার পিঠেও চোট রয়েছে বলে খবর। এই দুই চোটের কারণে এখনও বেশ কিছু দিন তাঁকে ট্র্যাকের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন রাধাকৃষ্ণণ। ফলে এশিয়ান গেমসে তিনি দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না বলেই জানিয়েছেন রাধাকৃষ্ণণ।


মে মাসে রাঁচিতে ফেডারেশন কাপেও অংশ নিতে পারেননি হিমা। তবে মনে করা হয়েছিল, এশিয়ান গেমসের আগে ফিট হয়ে যাবেন তিনি। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা আগেই স্পষ্ট করে দিয়েছিল যে, জাতীয় স্তরের আন্তঃরাজ্য প্রতিযোগিতায় অংশ নিতে হবে দেশের সব অ্যাথলিটকে। সেখান থেকেই এশিয়ান গেমসে প্রতিযোগী পাঠানো হবে। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন সোনাজয়ী নীরজ চোপড়া ও ৩০০০ মিটার স্টিপলচেজে রুপোজয়ী অবিনাশ সাবলেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে না বলে জানিয়েছে জাতীয় অ্যাথলেটিক্স সংস্থা।


জাতীয় দলের প্রধান কোচ রাধাকৃষ্ণণ নায়ার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। গত ১৫ এপ্রিল ইন্ডিয়ান গ্রঁ প্রিঁ-র এক দিন আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিল হিমা। পিঠের সমস্যাও রয়েছে। মেডিক্যাল টিম ওকে পর্যবেক্ষণ করছে। চিকিৎসার পর রিহ্যাব শুরু করবে। এটুকু বলতে পারি, এশিয়ান গেমসে নামতে পারবে না হিমা।’


 






চোটের কারণে গত মাসে রাঁচিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপেও নামতে পারেননি হিমা দাস। সামনেই আন্তঃরাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ রয়েছে। এশিয়ান গেমসে সেই অনুযায়ীই বাছাই হবে। ফেডারেশন কাপের সময় কোচ রাধাকৃষ্ণ নায়ার আশাবাদী ছিলেন, আন্তঃরাজ্য প্রতিযোগিতার আগে ফিট হয়ে উঠবেন হিমা। যদিও তা হচ্ছে না। সে কারণেই হিমাকে এশিয়ান গেমসেও না পাওয়ার কথা জানিয়ে দিলেন কোচ। 


আরও পড়ুন: Pritam Kotal Exclusive: পাখির চোখ এশিয়ান কাপ, প্র্যাক্টিসেও গোল না খাওয়ার পণ নিয়ে নামেন প্রীতম