নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) শেষ হয়েছে দিনকয়েক আগে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই হৃদয়ভঙ্গের পর ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) সোশ্যাল মিডিয়ায় প্রায়ই কিছু না কিছু বার্তা দেওয়া স্টোরি পোস্ট করছেন। সেই ধারা অব্যাহত। 


কোহলির পোস্ট


ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে যে ছবিটি শেয়ার করেন তাতে অ্যালান ওয়াটসের এক উক্তি রয়েছে। তাতে লেখা, 'পরিবর্তন মানে বুঝতে হলে, তাতে অংশগ্রণ করতে হবে। পরিবর্তনের সঙ্গে এগিয়ে যেতে হবে, তার অংশ হতে হবে।' বিগত এক দশক ধরে ভারতীয় দল কোনও আইসিসি খেতাব জেতেনি। একাধিকবার আইসিসির নক আউটে পৌঁছেও খালি হাতেই ফিরতে হয়েছে ভারতকে। এই নিয়ে নাগাড়ে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারল ভারত। তারপর কোহলির হতাশ হওয়াটাও স্বাভাবিক। নিজেকে উজ্জীবিত করতেই সম্ভবত বিরাট এই লাইনগুলি শেয়ার করছেন বলে মনে করছেন অনেকে।


ব়্যাঙ্কিংয়ে উন্নতি


১৮ মাস জাতীয় দলের বাইরে থাকার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রাহানে। আর নিজের প্রত্যাবর্তন ম্যাচেই দুরন্ত পারফরম্যান্সে নজর কাড়েন অভিজ্ঞ ব্যাটার রাহানে। প্রথম ইনিংসে রাহানে ৮৯ রান করেন। দ্বিতীয় ইনিংসেও ৪৬ রান করেছিলেন তিনি। এর সুবাদেই সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ৩৭ নম্বরে রয়েছেন রাহানে। অপরদিকে, ওভালে প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন শার্দুল ঠাকুর। এই অর্ধশতরানের সুবাদে ডন ব্র্যাডম্যানের কৃতিত্বে ভাগ বসান শার্দুল।


ব্যাটারদের তালিকায় তিনিও প্রথম ১০০ জনের মধ্যে রয়েছেন। তিনি আপাতত ব্যাটারদের তালিকায় ৯৪ নম্বরে। ভারতীয় দলের দুই সবচেয়ে অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি যথাক্রমে ১২ ও ১৩ নম্বরে রয়েছেন। অপরদিকে, গাড়ি দুর্ঘটনার জেরে ঋষভ পন্থ এখনও ব়্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছেন। ফাইনালে আগ্রসী শতরান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন ট্র্যাভিস হেড। তিনি এক লাফে তালিকায় তিন নম্বরে উঠে এলেন। আরেক শতরানকারী স্টিভ স্মিথ এক ধাপ এগিয়ে রয়েছেন দুইয়ে।





ফাইনালে মার্নাস লাবুশেন রান না পেলেও তিনি শীর্ষে নিজের দখল বজায় রেখেছেন। ১৯৮৪ সালের ওয়েস্ট ইন্ডজের পর এই প্রথম এক দলের তিন ব্য়াটার শীর্ষে জায়গা করে নিল। তবে ফাইনালে না খেললেও বোলারদের তালিকায় শীর্ষে কিন্তু রয়লেন রবিচন্দ্রন অশ্বিনই। অলরাউন্ডারদের তালিকায় তিনি কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন। সেই তালিকার শীর্ষে আপাতত রবীন্দ্র জাডেজাই। 





এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


 


আরও পড়ুন: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?